অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

'ক' সরকারি কলেজের ছাত্ররা একদিন তাদের জন্য পরিবেশন করা খাবার খেয়ে অধিকাংশ ছাত্রই পেটের পীড়ায় আক্রান্ত হয়। কলেজ কর্তৃপক্ষ সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করে এবং ছাত্রদের আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধান করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা অনুসন্ধান চালিয়ে দেখেন ঐ দিন ছাত্ররা বিভিন্ন প্রকোপের খাবার খেয়েছে, তবে তারা সকলে বিশেষ এক প্রকার মাছ খেয়েছে এবং ঐ মাছে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রিত আছে, যা মানুষের পেটের পীড়া তৈরি করে। এরপর তদন্ত কমিটির সদস্যরা ঐ 'মাছ খাওয়াই পেটের পীড়ার কারণ' বলে সিদ্ধান্ত নেয়।

এ প্রকার পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য হলো- 

i. দু্যু বা ততোধিক দৃষ্টান্ত থাকে 

ii. ব্যাপক ক্ষেত্রে প্রয়োগ করা যায় 

iii. দৃষ্টান্তগুলোতে একটি বিষয়ে মিল থাকে

নিচের কোনটি সঠিক?

dsuc.created: 9 months ago | dsuc.updated: 2 weeks ago
dsuc.updated: 2 weeks ago
common.please_contribute_to_add_content
dsuc.content
Promotion