বিখ্যাত ব্যক্তিত্ব

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1.6k
1.6k
common.please_contribute_to_add_content_into বিখ্যাত ব্যক্তিত্ব.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
জয়নুল আবেদিন
গ্রিসের অধিবাসী
ইতালীর অধিবাসী
স্পেনের অধিবাসী
জার্মানির অধিবাসী
মাওলানা ভাষানী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
এম . আর . আখতার মুকুল
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

বিখ্যাত কবি ও সাহিত্যিক

1.3k
1.3k
common.please_contribute_to_add_content_into বিখ্যাত কবি ও সাহিত্যিক.
common.content

ইমরুল কায়েস

714
714
  • ষষ্ঠ শতকে আরবি ভাষার শ্রেষ্ঠ কবি।
  • আরবের নজদ এলাকায় বর্তমান ইয়েমেনে জন্মগ্রহণ
  • মুয়াল্লাকা নামক বিখ্যাত কাব্য সংকলন তাঁরই সৃষ্টি।
common.content_added_by

ফেরদৌসি

750
750
  • তিনি সুলতান মাহমুদের দরবারের সভাকবি ছিলেন।
  •  প্রাচীন ইরানের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ফারসি ভাষায় রচিত বিখ্যাত মহাকাব্য শাহনামা তারই সৃষ্টি। 
  • ৩০ বছরের অধিক সময় নিয়ে মহাকাব্য শাহনামা' রচনা করেন
  • তাঁকে 'প্রাচ্যের হোমার' বলে অভিহিত করা হয়।
common.content_added_by

আল বেরুনী

611
611
  • বিখ্যাত মুসলিম জ্যোতির্বিদ আল বেরুনী বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। 
  • তিনি সর্বপ্রথম 'কিতাবুল তাফহিম-এ 'পৃথিবীর গোলাকার' মানচিত্র তৈরী করেন।
  • সুলতান মাহমুদের দরবারে জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন।
  •  গণিত, জ্যামিতি ও বিশ্বের গঠন সম্পর্কে রচিত বিখ্যাত গ্রন্থ কিতাবুল তাফহিমা তাঁরই অসামান্য সৃষ্টি।
  •  "কিতাবুল হিন্দ' তাঁর একটি বিখ্যাত গ্রন্থ।
  • গজনীর সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় ভারতে প্রায় ১২ বছর অবস্থান করেন।
common.content_added_by

ওমর খৈয়াম

557
557
  • ওমর খৈয়াম পারস্যের (বর্তমান ইরান) বিখ্যাত কবি ও দার্শনিক।
  • বিখ্যাত 'রুবাইয়াত' (চতুষ্পদী কবিতা) গ্রন্থের রচয়িতা।
  • কবি কাজী নজরুল ইসলাম গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন রুবাইয়াত-ই-ওমর খৈয়াম নামে।
common.content_added_by

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

531
531
  • একজন ফারসি কবি সুফিতাত্ত্বিক, আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ ছিলেন।
  • জালাল উদ্দিন মুহাম্মদ বালখী নামেও পরিচিত। 
  • তাঁর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ 'মসনবী শরীফ'।
  • 'মসনবী শরীফ গ্রন্থে কুরআন ও আধ্যাত্মিক জীবন সম্পর্কিত রুমির গভীর উপলব্ধির বর্ণনা রয়েছে।
common.content_added_by

শেখ সাদী

523
523
  • মধ্যযুগীয় ফারসি কবি শেখ সাদী ১২১০ ইরান করে। 
  •  তিনি নৈতিক চিন্তার গভীরতার জন্য স্বীকৃত।
  • তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে বুস্তা' ও 'গুলিস্তা নামক গ্রন্থ দুটি অন্যতম। 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

তুলসীদাস

613
613
  • বিখ্যাত ভারতীয় কবি, দার্শনিক ও ধর্ম সংস্কারক।
  •  তাঁর বালানাম- রামবোলা । 
  • হিন্দু সম্প্রদায়ের দেবতা রামের জীবনকাহিনীর উপর রচিত বিখ্যাত মহাকাব্য 'রামচরিতমানস' তাঁরই সৃষ্টি।
common.content_added_by

উইলিয়াম শেক্সপিয়ার

586
586
  • বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার ছিলেন।
  • ১৫৬৪ সালের ২৬ এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  • 'Bird of Avon' বলা হয় তাঁকে।

উল্লেখযোগ্য গ্রন্থ-

Hamlet, Antonio Cleopatra, King Lear, Othello, Twelfth Night,

 The Tempest, Romeo and Juliet, The Merchant of Venice
 

common.content_added_by

হাফিজ

653
653
  • খ্যাতনামা ফারসি ভাষার কবি (ইরানের) আসল নাম শামসুদ্দীন মোহাম্মদ
  •  তিনি হাফিজ সিরাজি' নামে ইরানে পরিচিত।
  • তিনি 'বুলবুল-ই-সিরাজ' হিসেবে অধিক পরিচিত।
  •  কবি হাফিজের 'রুবাইয়াৎ-ই-হাফিজ' কবিতাটি অনুবাদ করেন- কাজী নজরুল ইসলাম ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

গিয়াসউদ্দীন আযম শাহ
আলাউদ্দীন হুসেন শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
ইলিয়াস শাহ

জন মিল্টন

549
549
  • বিখ্যাত ইংরেজ কবি ও লেখক জন মিল্টন
  • ১৬০৮ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন।
  •  'বাংলার জন মিল্টন বলা হয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
  • তার বিখ্যাত মহাকাব্যের নাম- Paradise Lost, Paradise Regained

 

common.content_added_by

গ্যাটে

527
527
  • বিখ্যাত জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও দার্শনিক।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meister's Apprenticeship.
common.content_added_by

আল্লামা ইকবাল

653
653
  • আল্লামা ইকবাল ব্রিটিশ ভারতের মুসলিম কবি
  • দার্শনিক আল্লামা ইকবাল ১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন তৎকালীন ভারতের পাঞ্জাব শহরে।
  • একই সাথে ফারসি ও উর্দু ভাষায় কবিতা রচনা করতেন।
  • তিনি পাকিস্তানের 'জাতীয় কবি' ও 'আধ্যাত্মিকতার জনক ।
  •  তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী' নামে পরিচিত।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- আসরার-ই-খুদি, জবর-ই-কালিমা, শিকওয়া, শিকওয়া জবাব-ই- শিকওয়া । 
common.content_added_by

বিখ্যাত দার্শনিক

1.1k
1.1k
  • Man is condemned to be free ( মানুষ কখনো স্বাধীন আবার কখনো পরাধীন)- মানবতাবাদ
  • Man is born free but everywhere in chains রুশো -মানবতাবাদ
  •  Man is the measure of all things - প্রোটাগোরাস মানবতাবাদ
  • Die to live 1 Be a person পূর্ণতাবাদ-
  • Self-preservation is the first law of Nature- Egoism
  • Duty for duty's sake পরিণতিমুক্ত সুখবাদ Kant 
  • Beauty is truth, truth is Beauty that is all Keats নন্দনতত্ত্ব
  •  Survival of the fittest বিবর্তনবাদ- চার্লস ডারউইন
  • সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ- উপযোগবাদ- মিল ও বেন্থাম
  •  অভাগা যায় বাভৈলা, কপাল যায় সভৈদা- অদৃষ্ট বাদ
  •  এ সংসার ধোঁকার চাটি- মায়াবাদ
  •  ঋণ করে হলেও ঘি খাও- চার্বাক দর্শন/সুখবাদ
  •  ভাবার্থে- সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- চন্ডীদাস
  • জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর- স্বামী বিবেকানন্দ
  • সীমার মাঝে, অসীম তুমি বাজাও আপন সুর- রবীন্দ্রনাথ ঠাকুর-সধেশ্বরবাদ 
  •  কত দুঃখ, কত ক্লেশ, কত যুদ্ধ, কত মৃত্যু নাহি তার শেষ।- দুঃখবাদ / নৈরাশ্যবাদ
  •  যা আছে ভান্ডে (দেহে) তা আছে ব্রাহ্মে- লালন / বাউল- দেহাত্মবাদ 
  •  সবকিছুতে ঈশ্বর আছে কিন্তু সবকিছুই ঈশ্বর নয়- সর্বধরেশ্বরবাদ
  • সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বর সবকিছু- সদ্বেশ্বরবাদ (Pantheism )
  • অস্তিত্ব সরেসত্তার পূর্বগামী- অস্তিত্ববাদ- জ্যা পল সার্তে 
  •  এ জীবন শান্তিকরূপ এবং সম্মা জড় জগৎ অশুভ ও মায়ামাত্র- জন্মাতবাদ/কর্মবাদ
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলি
সক্রেটিস, প্লেটো, অ্যাস্টিন
হবস, লক, রুশো
সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
ফরাসি দার্শনিক
ইংরেজী দার্শনিক
আরব দার্শনিক

ইবনে খালদুন

563
563
  • ১৯ শতকের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইবনে খালদুন ১৩০৩২ সালে তিউনিসিয়ার অনুগ্রহণ করেন। 
  • মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম।
  •  জন্ম - ২৭ মে ১৩৩২ খ্রিস্টাব্দে (তিউনিসিয়ায়)
  • তাঁর বিখ্যাত গ্রন্থ- 'কিতাবুল ইবার (৭ খণ্ডে) রচিত ।
  • 'মুকাদ্দিমা' (ভূমিকা) এর জন্য তিনি সর্বাধিক পরিচিত।
  •  সমাজবিজ্ঞানে অসামান্য অবদান রয়েছে তার।
  • আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে অন্যতম
  • সামাজিক সংহতি প্রত্যয়টির ব্যাখ্যা প্রদান করেন।
  • ইবনে খালদুন বিশ্বজোড়া সমাদৃত তার মুকাদ্দিমা গ্রন্থের জন্য।
  • মিশরের কায়রোতে মৃত্যুবরণ করেন- ১৪০৬ সালে ।
common.content_added_and_updated_by

বারট্রান্ড রাসেল

534
534
  • বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, ইতিহাসবেত্তা, গণিতবিদ ও সমাজ সমালোচক। 
  • সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৫০ সালে।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

Power: A New Social Analysis

The Conquest of Happiness

 The Proposed Roads to Freedom

The Problems of Philosophy

History of Western Philosophy

common.content_added_and_updated_by

অগাস্ট ক্যোঁৎ

662
662
  • Auguste Comte ছিলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী ও লেখক।
  • তিনিই প্রথম Sociology শব্দটি ব্যবহার করেছিলেন।
  • সমাজবিজ্ঞানে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন চিরস্মরনীয় হয়ে আছেন
  •  তিনি দৃষ্টবাদ বা পজিটিভিজম দর্শনের উন্নয়নে অসামান্য অবদান রাখেন ।
  • তিনি কার্ল মার্ক্স, জন স্টুয়ার্ড মিল অগুনতি সমাজচিন্তকদের উদ্বুদ্ধ করেছে
  • তাছাড়া তিনিই প্রথম ফাংশনালিজম বা ক্রিয়াবাদের ধারণা দেন
  • ১৯৩৯ সালে তিনিই প্রথম Sociology শব্দটি ব্যবহার করে সমাজবিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করেন ।
  • তাঁকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- 

Positive Polity,

 Scientific Positivism & 

Positive Philosophy

common.content_added_and_updated_by

টমাস হবস

541
541
  • ষোড়শ শতকের একজন ইংরেজ দার্শনিক।
  • জন্ম ৫ এপ্রিল ১৫৮৮ খ্রিষ্টাব্দে।
  • ১৬৫১ সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ 'লেভিয়েথন (Leviathan) গ্রন্থটিতে সামাজিক চুক্তি তত্ত্ব ধারণা প্রতিষ্ঠা করেন।
  • তিনি ১৬৭৯ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের ডার্বিশায়ারে মৃত্যুবরণ করেন।
  • তাঁর বিখ্যাত উক্তি-

 মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মত্মকেন্দ্রিক।

Knowledge is power

Leisure is the mother of philosophy

common.content_added_and_updated_by

সেন্ট অগাস্টিন

929
929
  • খ্রিস্ট ধর্মের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ সেন্ট অগাস্টিন
  •  বর্তমান আলজেরিয়ার ট্যাগাস্টিতে জন্মগ্রহণ করেন।
  • বাংলায় তাকে সাধু অগাস্টিনও বলা হয়।
  • তিনি বিখ্যাত গ্রন্থ- 'City of God', 'Confessions'
     
common.content_added_by

বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল

515
515

একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা ও সমাজকর্মী। দার্শনিক হলেও তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ

Principia Mathematica

Marriage and Morals

Albert Camus-- The Outsider

Proposed Roads to Freedom

 Power:A New Social Analysis

common.content_added_by

ইমানুয়েল কান্ট

616
616
  • কান্টের জন্ম রাশিয়ার অন্তর্গত ও কালিনিনগ্রাদ নামে পরিচিত।
  • কান্টকে আধুনিক ইউরোপের প্রভাবশালী চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয়।
  • ইউরোপের Age of Enlightenment বা আলোকিত যুগের শেষ দার্শনিক।
  • তিনি তার "Critique of Pure Reason" (১৭৮১) বইটির জন্য স্বনামধন্য ।
common.content_added_by

বিখ্যাত বিজ্ঞানী

741
741
common.please_contribute_to_add_content_into বিখ্যাত বিজ্ঞানী.
common.content

ইবনে সিনা

597
597
  • বিখ্যাত মুসলিম চিকিৎসক, জ্যোতির্বিদ ও দার্শনিক।
  • ইবনে সিনা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ৯৮০ সালে ।
  • ইবনে সিনাকে জ্ঞানীকূলের শিরোমণি (আল-শায়খ আল-রাঈসা) বলে আখ্যায়িত করা হয়।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

কিতাব আল-শিফা' (দর্শন শাস্ত্র)।

আল-কানুন (The Canon of Medicine)

 আল-ইশারাত ওয়াত-তানবিহাত

common.content_added_by

আইজ্যাক নিউটন

530
530
  • আইজ্যাক নিউটন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী।
  • ১৭০৫ সালে নাইট উপাধিতে ভূষিত হন।
  • তাঁর বিখ্যাত গ্রন্থ ও অবদান- Mathematical Princes of Natural Philosophy', ক্যালকুলাস, অভিকর্ষ, আলোবিদ্যা বস্তুর গতি সূত্র (৩টি) ইত্যাদির জন্য বিখ্যাত।
common.content_added_by

আইনস্টাইন

544
544
  •  আইনস্টাইন ছিলেন বিখ্যাত জার্মান ইহুদি পদার্থ বিজ্ঞানী
  • জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন- ১৮৭৯ সালে
  • বিখ্যাত 'আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity (E = me) প্রণেতা।
  • 'আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯২১ সালে ।

 

common.content_added_by

মাদাম কুরি

780
780
  • মাদাম কুরি ১৮৬৭ সালে পোল্যান্ডে ওয়ারশতে জন্মগ্রহণ করেন। 
  • ১৯০৩ সালে প্রথম মহিলা হিসেবে নোবেল পুরষ্কার লাভ করেন।
  • ১৯০৩ সালে পদার্থ ও ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
  • ১৯০৩ সালে ম্যারি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
  • তিনিই প্রথম নারী যিনি ভিন্ন দুই শাখায় নোবেল পুরস্কার লাভ করেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

কবি
সাহিত্যিক
অর্থনীতিবিদ
বৈজ্ঞানিক

আলেকজান্ডার ফ্লেমিং

522
522
  •  বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক ও অণুজীব আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  •  'পেনিসিলিন' আবিষ্কারের জন্য বিখ্যাত।
  • ১৯৪৪ সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
  • ১৯৪৪ সালে 'নাইট' উপাধি লাভ করেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

এন্টিবায়োটিক আবিষ্কারের জন্য
হাইড্রোজেন আবিষ্কারের জন্য
আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য
অশ্বশক্তি আবিষ্কারের জন্য

গ্রাহাম বেল

501
501
  • বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  • টেলিফোন আবিষ্কার করেন।
  • 'বোবাদের পিতা' বলা হয়- গ্রাহাম বেলকে। 
common.content_added_by

গ্যালেলিও গ্যালেলাই

495
495
  •  ইতালীয় জ্যোর্তিবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী ।
  • দূরবীক্ষন বা টেলিস্কোপ যন্ত্রের আবিষ্কারক
  • গ্যালেলিও পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। 
  •  বিখ্যাত উক্তি- 'সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।”
common.content_added_by

লুই পাস্তুর

526
526
  • বিখ্যাত ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ।
  • রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন।
  • তিনি প্রমান করেন অ্যালকোহল জাতীয় দ্রব্য পচনের জন্য দায়ী অনুজীব
  • অ্যান্থ্রাক্স, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন।
common.content_added_by

স্টিফেন ইউলিয়াম হকিং

516
516
  •  স্টিফেন হকিং একাধারে পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন।
  • স্টিফেন হকিং ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ী অধ্যাপক ছিলেন।
  •  Motor Neurone Disease' রোগে আক্রান্ত ছিলেন। 
  • তাঁর জীবননির্ভর চলচ্চিত্র 'The Theory of Everything
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

My Brief History

A Brief History of Time

The Grand Design

The Universe in a Nutshell 

common.content_added_by

অ্যাডাম স্মিথ

549
549
  • ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে ১৭২৩ সালে জন্মগ্রহণ করেন।
  • অর্থনীতির জনক হিসেবে পরিচিত।
  • অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' নামে অভিহিত করেন। 
  • অর্থনীতিতে 'অদৃশ্য হাত' ধারণাটি তিনি প্রবর্তন করেন।
  • 'ক্ল্যাসিকাল' এবং 'লেইসে ফেয়ার বাদের প্রবক্তা।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

The Theory of Moral Sentiments 

 The Wealth of Nations
 

common.content_added_by

পল স্যামুয়েলসন

549
549
  •  আধুনিক অর্থনীতির জনক হিসেবে অভিহিত করা হয়।
  • ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • যুক্তরাষ্ট্রের মধ্যে তিনিই সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

common.content_added_by

জন লক

735
735
  • বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, চিকিৎসক ও রাজনৈতিক ভাস্যকর। 
  • আধুনিক গণতন্ত্র' বা 'সংসদীয় গণতন্ত্রের জনক।
  • State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেন। 
  • বিখ্যাত উক্তি- "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

 Two Treatises of Civil Government.

An Essay Concerning Human understanding. 

A Letter Concerning Toleration.

common.content_added_by

অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্ব

572
572
common.please_contribute_to_add_content_into অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্ব.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ভিয়েতমান কমিউনিস্ট পার্টির নেতা
সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
উপরের কোনোটিই নয়

ফ্লোরেন্স নাইটিঙ্গেল

609
609
common.please_contribute_to_add_content_into ফ্লোরেন্স নাইটিঙ্গেল.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ওয়াটার লু’র যুদ্ধ
আমেরিকান গৃহযুদ্ধ
ফরাসি বিপ্লব
ক্রিমিয়ার যুদ্ধ

The lady with the Lamp

761
761
common.please_contribute_to_add_content_into The lady with the Lamp.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

হেলেন কেলার
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
মাদার তেরেসা
সরোজিনী নাইডু
Florence Nightingale
Hillary Clinton
Begum Rokeya
Indira Gandhi
None of these
Florence Nightingale
Hillary Clinton
Begum Rokeya
Indira Gandhi
None of these

নেলসন ম্যান্ডেলা

975
975
  • জন্মঃ ১৮ জুলাই ১৯১৮
  • পরিচিতিঃ বর্ণবাদ আন্দোলনের অবিসংবাদিত নেতা
  • ডাক নামঃ মাদিবা ।
  • রাজনীতিতে প্রবেশঃ ১৯৪৮ সালে।
  • কারাভোগঃ ২৭ বছর
  • ম্যান্ডেলা দিবসঃ ১৮ই জুলাই
  • নোবেল পুরষ্কারঃ ১৯৯৩ সালে
  • কয়েদি নম্বরঃ ৪৬৬৬৬৪ সালে
  • বাংলাদেশ সফরঃ ১৯৯৭ সালে।
  • ম্যান্ডেলা স্কয়ারঃ প্যারিস, ফ্রান্স
  • প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টঃ ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে।
  • নির্বাসিত ছিলেনঃ আটলান্টিক মহাসাগরের সেন্ট রোবেন দ্বীপে।
  • রাজনৈতিক দলঃ “African National Congress”
  • বিখ্যাত ভাষণঃ

 “I am Prepared to Die”

“Don't call me, I will call you”

  • বিখ্যাত গ্রন্থঃ 

 “Conversation myself”

“A Long Walk to Freedom”

  • মৃত্যুঃ ২০১৩ খ্রিস্টাব্দে।

 

common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দি গ্রেট
দি হিউম্যান ফ্যাক্টর
দি লিডার
ম্যান উইথ কারিশমা
আনপ্যারালাল লিডার

A Long Walk to Freedom

599
599
common.please_contribute_to_add_content_into A Long Walk to Freedom.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

হোসে গুসামাও
রবার্ট মুগাবে
নেলসন ম্যান্ডেলা
অং সান সুচি
নেলসন ম্যান্ডেলা
আবুল কালাম আজাদ
রবার্ট মুগাবে
অং সান সুচি

ভারতের বিখ্যাত ব্যক্তি

1.8k
1.8k
common.please_contribute_to_add_content_into ভারতের বিখ্যাত ব্যক্তি.
common.content

সুভাষচন্দ্র বসু

677
677
common.please_contribute_to_add_content_into সুভাষচন্দ্র বসু.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

চিত্তরঞ্জন দাস
এ কে ফজলুল হক
মনি সিংহ
সুভাসচন্দ্র বসু

ইন্দিরা গান্ধী

516
516
  • ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
  • অমৃতস্বর স্বর্ণমন্দিরে তিনি অপারেশন ব্লু-স্টার পরিচালনা করেন।
  • অমৃতস্বর স্বর্ণমন্দির শিখদের প্রধান ধর্মীয় স্থান।
  • ১৯৮৪ সালে নিজ দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিআন্ট সিং এর গুলিতে নিহত হন।
common.content_added_by

রবীন্দ্রনাথ ঠাকুর

806
806
common.please_contribute_to_add_content_into রবীন্দ্রনাথ ঠাকুর.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

বেগম রোকেয়া
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
কবি জীবনানন্দ দাশের জন্মদিন

রামমোহন রায়

696
696
common.please_contribute_to_add_content_into রামমোহন রায়.
common.content

চিত্তরঞ্জন দাশ

565
565
common.please_contribute_to_add_content_into চিত্তরঞ্জন দাশ.
common.content

মহাত্মা গান্ধী

514
514
  • ভারতের জাতির জনক ও অহিংস আন্দোলনের প্রবক্তা।
  • তাঁর জন্ম তারিখ ২ অক্টোবর 'আন্তর্জাতিক অহিংস দিবস'।
  • প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
  • 'মহাত্মা' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধী আশ্রম অবস্থিত নোয়াখালী জেলায়।
  • তিনি কখনোই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হননি।
  • মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকার নাম- 'ইন্ডিয়ান অপিনিয়না।
  • "মাহাত্মা গান্ধী' ১৯১৭ সালে রাজনীতিতে প্রবেশ করেন- দক্ষিন আফ্রিকায়।
  • কংগ্রেস এর সভাপতি নির্বাচিত হন। ১৯২১ সালে।
  • সত্যাগ্রহ আন্দোলন করেন ১৯০৬ সালে।
  • ১৯৪৮ সালে 'নথুরাম গডসে' নামক এক সন্ত্রাসী হিন্দু আততায়ীর গুলিতে নিহত হন।
common.content_added_by

মালাধর বসু

524
524
common.please_contribute_to_add_content_into মালাধর বসু.
common.content

এ পি জে আব্দুল কালাম

1.2k
1.2k
  • এপিজে আব্দুল কালাম আজাদ- ভারতের পারমাণবিক বোমার জনক।
  • তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন।
  • তার উপাধি- Missile Man
  • ভারত পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায়- ১৯৭৪ সালে রাজস্থানের পোখরানে।
  • আত্মজীবনী- Wings of Fire
  • তাঁর বিখ্যাত উক্তি- “ Dreams are not what you see in your sleep, dream are things which do not let you sleep"
common.content_added_by

জওহরলাল নেহেরু

559
559
  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
  • ভারতের স্বাধীনতার সময়কালে কংগ্রেস সভাপতি।
  • জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতির অন্যতম প্রবক্তা।
  • তিনি বলেন, দেশ ভালো হয়, যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়।

বিখ্যাত রচনা-

  • The Discovery of India
  • An Autobiography (আত্মজীবনী)
  • Glimpses of World History

common.content_added_by

পাকিস্তানের বিখ্যাত ব্যাক্তিত্ব

653
653
common.please_contribute_to_add_content_into পাকিস্তানের বিখ্যাত ব্যাক্তিত্ব.
common.content

মুহাম্মদ আল্লামা ইকবাল

481
481
  • কবি ও দার্শনিক
  • পাকিস্তানে ইসলামিক আধাত্মিকতার জনক ।
  • পাকিস্তান রাষ্ট্রের মৌলিক রূপরেখা তৈরী করা হয় ১৯৩১ সালে
  • উক্তি- “রাজনীতির মূল রয়েছে মানুষের আত্মিক জীবনের গভীরে”
common.content_added_by

মোহাম্মদ আলী জিন্নাহ

442
442
  • পাকিস্তানের জাতির জনক।
  • ১৯৩৯ সালে দ্বি-জাতি তত্ত্ব প্রণয়ণ করেন।
  • তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল
  • উক্তি - Urdu & urdu shall be the state language of Pakistan
common.content_added_by

জুলফিকার আলী ভুট্টো

466
466
  • ১৯৭০ সালে নির্বাচনে PPP প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
  • ১৯৭৩ সালে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন
  • ১৯৭৯ সালে তাকে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়
common.content_added_by

বেনাজির ভুট্টো

578
578
  • পাকিস্তানের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন।
  • মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
  • তাকে "Daughter of the East” বলা হয় ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্দিরা গান্ধী
অংসাান সুচি
বন্দর নায়েক
বেনজির ভুট্টো

চীনের বিখ্যাত ব্যাক্তিবর্গ

732
732
common.please_contribute_to_add_content_into চীনের বিখ্যাত ব্যাক্তিবর্গ.
common.content

ড. সান ইয়াৎ সেন

880
880
  • তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট (১৯১১-১২)।
  • চীনা বিপ্লবের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব।
  • ড. সান ইয়াৎ সেন চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ।
  • কুওমিনটাং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা।
common.content_added_by

মাও সেতুং

558
558
  • গণ চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা- মাও সেতুং।
  • চীনে 'কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়- ১৯৪৯ সালে।
  • চীনের 'কমিউনিস্ট বিপ্লব'-এর নেতৃত্ব দেন- মাও সে তুং
  • বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম- চীনা কমিউনিস্ট পার্টি।
  • মাও সে তুং এর নেতৃত্বে 'সাংস্কৃতিক বিপ্লব' (১৯৬৬) সালে হয়।
common.content_added_by

দেং জিয়া পিং

620
620
  • মাও সে তুং এর মৃত্যুর পর দেং জিয়া পিং চীনের শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন।
  • তিনি তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমন করেন।
  • স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন ঘটলেও তিনি চীনকে রক্ষা করেন।
  • দেং জিয়া পিং এর নেতৃত্বে চীনে হংকং ও ম্যাকাও-এর সংযুক্তি, 'এক দেশ দুই নীতি' প্রবর্তন হয়।
  • তিনি পুঁজিবাদী অর্থনীতি গ্রহণে সম্মত হন ।
common.content_added_by

চিয়াং কাইশেক

506
506
  • চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক ।
  • ১৯৪৩-১৯৪৯ পর্যন্ত তিনি চীনের President ছিলেন।
  • ১৯৪৯ সালে মাও সেতুং এর কমিউনিস্ট সরকারের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তাইওয়ানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেন।
common.content_added_by

দালাইলামা

633
633
  • দালাইলামাকে বলা হয় এশিয়ার নেলসন ম্যান্ডেলা'।
  • দালাইলামা হলেন তিব্বতের বৌদ্ধ ধর্মীয় নেতা।
  • দালাইলামা শব্দের অর্থ মহাসাগর।
  • দালাইলামা ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যায়।
  • ১৯৬৯ সালে তিনি চীনের আগ্রাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
common.content_added_by

ইরানের বিখ্যাত ব্যক্তিবর্গ

563
563
common.please_contribute_to_add_content_into ইরানের বিখ্যাত ব্যক্তিবর্গ.
common.content

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী

497
497
  • ইরানের ইসলামী বিপ্লবের অগ্রনায়ক
  • ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটান
  • ১৯৮৯ সালে মৃত্যু বরণ করেন।
common.content_added_by

শাহ মুহাম্মদ পাহলভী

492
492
  • ইরানের সর্বশেষ রাজা (১৯৪১-১৯৭৯) সাল। ১৯৭৯ সালে।
  • ইসলামী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় ।
common.content_added_by

নাদির শাহ

589
589
  • ১৭৩৬ সালে ইরানের সিংহাসন দখল করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
  • দিল্লি আক্রমণ করে ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা নিয়ে যান।
common.content_added_by

হালাকু খান

1k
1k
  • জন্মগ্রহণ করেন- ১২১৭ সালে, তৎকালীন মোঙ্গল সাম্রাজ্যে
  • ইলখানি বংশের প্রতিষ্ঠাতা।
  • মোঙ্গলীয় নেতা চেঙ্গিস খানের পৌত্র।
  • মোঙ্গলবাহিনীর নেতৃত্বে তিনি পারস্য দখল করেন।
common.content_added_by

শিরিন এবাদি

802
802
  • ইরানের মানবাধিকার কর্মী।
  • তিনি ইরানের শিয়া মুসলিম।
  • নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম নারী।
  • ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • শিরিন এবাদি বাংলাদেশে আসেন ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে।
common.content_added_by

রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ

643
643
common.please_contribute_to_add_content_into রাশিয়ার বিখ্যাত ব্যক্তবর্গ.
common.content

ভ্লাদিমির লেনিন

569
569
  • রুশি বিপ্লবের নেতা।
  • বিখ্যাত উক্তি “ একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়"।
  • লেনিন এর মৃতদেহ সংরক্ষিত আছে- মস্কোর রেড স্কোয়ারে ।
  • তিনি মৃত্যুবরণ করেন- ১৯২৪ সালে।
common.content_added_by

পিটার দ্যা গ্রেট

703
703
  • আধুনিক রাশিয়া জনক পিটার দ্যা গ্রেট।
  • তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন- পিটার।
  • নৌ বাণিজ্যের সুবিধার্থে ১৭০৩ সালে প্রতিষ্ঠিত করেন সেন্ট পিটার্সবার্গ শহর যা পরবর্তিতে রাজধানী হয়।
common.content_added_by

সম্রাট দ্বিতীয় নিকোলাস

510
510
  • সর্বশেষ জার সম্রাট।
  • তিনি রুশ বিপ্লবকালীন রাজা ছিলেন।
  • ১৯১৭ তার পতন ঘটে।
common.content_added_by

ইউরি গ্যাগারিন

576
576
  • ভস্তক -১ নামক কৃত্রিম নাভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন
  • ইউরি গ্যাগরিন মহাশুন্যে যান ১৯৬১ সালে।
  • তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন ১৯৬৮ সালে।
common.content_added_by

মিখাইল গর্বাচেভ

624
624
  • USSR এর সর্বশেষ প্রেসিডেন্ট।
  • ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় তার সময়ে।
  • তিনি গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা ।
  • মারা যান ৩০ আগস্ট, ২০২২ সালে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ভ্লাদিমির পুতিন
মিখাইল গর্ভাচেভ
লিও টলস্টয়
ব্রেজনেভ

প্রতিরক্ষা কর্মসূচি

পররাষ্ট্রনীতি

সংস্কার কর্মসূচি

উপাধি

ম্যাক্সিম গোর্কি

566
566
  • ম্যাক্সিম গোর্কি লেনিনের মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। :

সাহিত্যকর্ম

  • মা (উপন্যাস)
  • আমার ছেলেবেলা
  • পৃথিবীর পাঠশালা ও ‘ঝড়ো পাখির গান'
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ফরাসি বিজ্ঞানী
রুশ সাহিত্যিক
গ্রিক দার্শনিক
ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী

লিও তলস্টয়

550
550
  • খ্যাতিমান সোভিয়েত লেখক।

তার বিখ্যাত উপন্যাস :

  • ওয়ার এন্ড পিস (War and peace)
  • আন্না কারোনিয়া (Anna Karenina)
  • পুনরুত্থান
common.content_added_by

ভ্লাদিমির পুতিন

566
566
  • পুতিন ১৯৫২ সালে লেলিনগ্রাদে জন্মগ্রহণ করে।
  • তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি।
  • তিনি রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (KGB) তে কর্মরত ছিলেন।
  • ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেন এবং ২০২২ সালে লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীনতা ঘোষনা করে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইউনাইটেড রাশিয়া
ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট
কমিউনিস্ট
ন্যাশন্যাল ফ্রন্ট
রাশিয়ার প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার ঔপন্যাসিক
ইতালির প্রধানমন্ত্রী

জার্মানির বিখ্যাত ব্যাক্তিবর্গ

1k
1k
common.please_contribute_to_add_content_into জার্মানির বিখ্যাত ব্যাক্তিবর্গ.
common.content

আইনস্টাইন

550
550
  • জার্মান ইহুদী পদার্থবিদ
  • থিওরি অব রিলেটিভিট বা অপেক্ষিকবাদ তত্ত্বেও প্রণেতা
  • ১৯২১ সালে ফটো তরিৎ ক্রিয়ার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
  • E=mc2 এই সূত্রের জন্য তিনি বিখ্যাত।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জার্মানি
ফ্রান্স
ইংল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্র

কার্ল মার্কস

756
756
  • আধুনিক সমাজতন্ত্রের জনক ।
  • তাঁর বিখ্যাত রচনা Das Capital.
  • উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ও দ্বান্দ্বিক বস্তুবাদ এর প্রবক্তা।
  • রুশ বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়ে ছিল - Das Capital গ্রন্থটি।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

অটোভন বিসমার্ক

526
526
  • বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
  • তিনি জার্মানিকে ‘পরিতৃপ্ত দেশ" হিসেবে ঘোষণা করেন।
  • Blood and Iron Policy পলিসির প্রবক্তা ।
  • লৌহ বৈদেশিক নীতির জন্য বিসমার্ককে 'আয়রন চ্যান্সেলর' বলা হয়।
common.content_added_by

মার্টিন লুথার

642
642
  • জার্মান ধর্মতত্ত্ববিদ ও সংস্কারক।
  • খ্রিস্টধর্মের অনুসারীরা দুইভাগে বিভক্ত- ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট।
  • তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা।
  • ক্যাথলিকগণ হলো পোপের অনুসারী।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নাগরিক অধিকার আন্দোলনকারী
ধর্মীয় সংস্কারক
গায়ক
চিত্রশিল্পী
সুইডেন
যুক্তরাষ্ট্র
লুক্সেমবার্গ
বাংলাদেশে

ফ্রান্সের বিখ্যাত ব্যক্তিবর্গ

579
579
common.please_contribute_to_add_content_into ফ্রান্সের বিখ্যাত ব্যক্তিবর্গ.
common.content

নেপোলিয়ন বোনপার্ট

905
905
  • নেপোলিয়ন বোনাপার্টের জন্ম- ভূমধ্যসাগরে ফ্রান্সের কর্সিকা দ্বীপে।
  • ১৭৯৯ সালে ফ্রান্সের প্রথম কনসাল (First Consul) হয়।
  • ১৮০৪ সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
  • ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে বৃটেনের নিকট পরাজিত হন।
  • সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

নেপোলিয়নের উল্লেখযোগ্য যুদ্ধ :

  • ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫)
  • লিপজিগের যুদ্ধ (১৮১৩)
  • ওয়াটার লু'র যুদ্ধ (১৮১৫)

বিখ্যাত উক্তি

  • Impossible is a word which is found in a fool's dictionary.
  • Give me a good mother, I will give you good nation.
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ওয়াটার লু নামক স্থানে
দ্বীপ এনাবার্তে
ভার্সাাই নগরীতে
সেন্ট হেলেনা দ্বীপে
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
অর্কটিক মহাসাগর
ওয়াটার লু নামক স্থানে
দ্বীপ এনাবার্তে
ভার্সাই নগরীতে
সেন্ট হেলেনা দ্বীপে

জাঁ জ্যাক রুশো

568
568
  • দার্শনিক ও সমাজ সংস্কারক
  • রোমান্টিক আন্দোলনের জনক বলা হয়।
  • ফরাসী বিপ্লবের শ্লোগান- 'Liberty. Equality and Fraternity' এর প্রবক্তা।
  • তাঁর বিখ্যাত গ্রন্থ- The Social Contract.
common.content_added_by

ভলতেয়ার

612
612
  • ভলটেয়ার ফ্রান্সের বিখ্যাত মানবতাবাদী দার্শনিক।

বিখ্যাত গ্রন্থ-

  • Annals of the Empire
  • Candide

উপর্যুক্ত গ্রন্থ দুটি ফরাসী বিপ্লবের অন্যতম নিয়ামক গ্রন্থ।

common.content_added_by

মন্টেস্কু

762
762
  • মন্টেঙ্কু ফরাসী রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক।
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।

বিখ্যাত গ্রন্থ-

  • The Spirit of the Laws
  • Persian Letters
common.content_added_by

জ্যা পল সাত্রে

582
582
  • জ্যাঁ পল সাত্রে ফরাসী সাহিত্যিক ও দার্শনিক।
  • ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা প্রত্যাখ্যান করেন ।

বিখ্যাত উপন্যাস-

  • “The More ”
  • "The Victors"
common.content_added_by

চার্লস ডি গ্যালে

655
655
  • ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪০ সালে জার্মানী নাৎসি বাহিনীর হাতে ফ্রান্সের পতন হলে চার্লস ডি গ্যালে (Free France Forces) গঠন করেন।
  • তিনি ফ্রান্স রিপাবলিকের ১৮তম প্রেসিডেন্ট ছিলেন।
common.content_added_by

লুই পাস্তুর

574
574
  • জীবাণু তত্ত্বের জনক ।

বিখ্যাত আবিষ্কার-

  • জলাতঙ্ক রোগের টীকা
  • পাস্তুরাইজেশন পদ্ধতি
  • এনথ্রাক্স রোগের কারণ ও এর প্রতিষেধক প্রভৃতি
common.content_added_and_updated_by

রাজা চতুর্দশ লুই

623
623
  • কুখ্যাত স্বৈরশাসক।
  • ১৬৪৩-১৭১৫ সাল পর্যন্ত ৭২ বছর ফ্রান্স শাসন করেন।
  • বিখ্যাত উক্তি হচ্ছে- আমিই রাষ্ট্র।
common.content_added_by

গ্রিসের বিখ্যাত ব্যক্তিবর্গ

879
879
common.please_contribute_to_add_content_into গ্রিসের বিখ্যাত ব্যক্তিবর্গ.
common.content

সক্রেটিস

631
631
  • বিখ্যাত গ্রিক দার্শনিক।
  • বিখ্যাত উক্তি “Know thyself "
  • প্লেটোর শিক্ষক ছিলেন ।
  • 'হেমলক' নামক বিষপানে তাকে হত্যা করা হয় ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্লেটো

715
715
  • বিখ্যাত গ্রীক দার্শনিক।
  • এরিস্টটলের শিক্ষক ছিলেন সক্রেটিস।
  • তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান- অ্যাকাডেমি
  • বিখ্যাত গ্রন্থ- রিপাবলিক
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দি প্রিন্স
দি পলিটিক্স
দি গড ফাদার
দি রিপাবলিক

এরিস্টটল

550
550
  • বিখ্যাত গ্রীক দার্শনিক।
  • প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান- লাইসিয়াম
  • বিখ্যাত গ্রন্থ- পলিটিকস
  • তিনি আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন।
  • রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও জীববিদ্যার জনক।
common.content_added_by

আলেকজান্ডার

670
670
  • আলেকজান্ডার মেসিডোনিয়ার শাসক ।
  • মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন
  • ইরান হয়ে মধ্য এশিয়ায় প্রবেশ করেন।
  • খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করে দখল করেন।
  • সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন- ব্যবিলনে।
common.content_added_by

মহাকবি হোমার

588
588
  • প্রাচীন রোমান কবি ছিলেন।
  • রোমান সম্রাজ্যের জাতীয় মহাকাব্য ইনিড (Aeneid) রচনা করেন। 
  • বিখ্যাত কাব্যগ্রন্থের নাম- Georgies & Bucolics
  • হোমার গ্রীসের অন্ধ মহাকবি ।
  • ‘ইলিয়াট’ ও ‘ওডেসি’তার দু'টি মহাকাব্য ।

বিখ্যাত উক্তি-

  • “প্রতিটি দুঃখী আত্মা সততার প্রতীক”
  • “অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো”
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইতালির বিখ্যাত ব্যক্তিত্ব

705
705
common.please_contribute_to_add_content_into ইতালির বিখ্যাত ব্যক্তিত্ব.
common.content

মাইকেল এঞ্জেলা

595
595
  • ইতালির কবি, ভাস্কর এবং চিত্রশিল্প


বিখ্যাত চিত্রকর্ম-

  • Madonna of the Steps
  • David
  • The creation of Adam
  • Madonna of Bruges,
  • The Deposition
  • তিনি রেনেসাঁ ম্যান হিসেবে পরিচিত।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

লিওনার্দো দ্য ভিঞ্চি

700
700
  • ইতালির রেনেসাঁর সর্বশ্রেষ্ঠ পুরুষ
  • তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, অঙ্কশাস্ত্রবিদ, বিজ্ঞানী ও দার্শনিক।
  • উড়োজাহাজের প্রথম নক্সা অঙ্কন করেছিলেন।
  • দ্য লাস্ট সাপার
  • মোনালিসা
  • ভার্জিন অব দ্য রকস
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

মাইকেল এঞ্জেলা
লিওনার্দো দ্য ভিঞ্চি
ভ্যানগগ
পাবলো পিকাসো

বেনিটো মুসোলিনী

526
526
  • ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান।
  • হিটলারের বন্ধু ও সহযোগী।
  • তিনি ফ্যাসিবাদের প্রবক্তা।
  • বিখ্যাত উক্তি 'এককালীন শান্তিও সম্ভব নয়, সংগতও নয়'

তার বিখ্যাত গ্রন্থ-

  • Prisoners Notebook
common.content_added_by

গ্যালেলিও গ্যালিলাই

506
506
  • পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ।
  • আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রাণপুরুষ।
  • টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক।
common.content_added_by

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ

1k
1k
common.please_contribute_to_add_content_into মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ.
common.content

হেনরি কিনিঞ্জার

546
546
  • আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা।
  • বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর নেতিবাচক ভূমিকা ছিল। 
  • তাঁর প্রচেষ্টায় ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি ভিয়েতনামে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • এজন্য তিনি ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 
  • তার গ্রন্থের নাম The White House Years
common.content_added_by

স্টিফেন উইলিয়াম হকিন্স

572
572
common.please_contribute_to_add_content_into স্টিফেন উইলিয়াম হকিন্স.
common.content

স্যামুয়েল পি হান্টিংটন

525
525
common.please_contribute_to_add_content_into স্যামুয়েল পি হান্টিংটন.
common.content

টমাস আলভা এডিসন

547
547
  • আমেরিকান বিজ্ঞানী।
  •  তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
     
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বৈদ্যুতিক বাতি
ফনোগ্রাফ
সিনেমা প্রজেক্টর
উপরের সবকটি

ডোনাল্ড ট্রাম্প

563
563

মার্টিন লুথার কিং ‍জুনিয়র

493
493
  •  তিনি আমেরিকার নিগ্রোদের অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা।
  • ১৯৬৩ সালে ওয়াশিংটনে লং মার্চের দেন এবং I Have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন।
  • ১৯৬৮ সালের ৪ এপ্রিল গুপ্তঘাতক কর্তৃক নিহত হন। 
  • ২৯ আগস্ট, ২০১৩ সালে তাঁর বিখ্যাত ভাষণের পঞ্চাশ বছর পূর্ণ হয় ।
common.content_added_by

মোহাম্মদ আলী

521
521
  • আমেরিকান মুষ্টিযোদ্ধা।
  •  ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েট মুষ্টিযুদ্ধে চ্যাম্পিয়ন হন। 
  •  ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সফর করেন।
  •  বাংলাদেশ সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন,
  •  মোহাম্মদ আলীর পূর্বনাম ছিল-'ক্যাসিয়াস ক্লে'। 
common.content_added_by

স্টিফেন উইলিয়াম হকিন্স

490
490
  • আধুনিক পদার্থ বিজ্ঞানের বরপুত্র নামে খ্যাত।
  • স্টিফেন উইলিয়াম হকিং ১৯৪২ সালের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
  • মাত্র ২১ বছর বয়সে প্রাণঘাতি মটর নিউরন রোগে আক্রান্ত হয়। 
  •  মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব Black Holes, Big Bang তত্ত্ব প্রদান করে ।

 

common.content_added_by

স্যামুয়েল পি হান্টিংটন

557
557
  • আমেরিকার প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী।
  •  'সভ্যতার সংঘাত' (Clash civilizations) নামক তত্ত্বের জন্ম দেন।
common.content_added_by

পার্ল এস বাক

521
521

 সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়িনী আমেরিকান প্রথম মহিলা (১৯৮৩)।

common.content_added_and_updated_by

কমলা হ্যারিস

490
490
  • যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
  • বাবা জ্যামাইকান ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী।
  •  অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের ১ম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

 

common.content_added_by

জাতিসংঘের মহাসচিবগণ

2.8k
2.8k

 জাতিসংঘের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্যের গোডউইন জেব তিনি ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, এ্যাডউইন জেন ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলী।

common.content_added_by

ট্রিগভেলী

551
551
  •  নিজ দেশ নরওয়ে।
  • প্রথম মহাসচিব ছিলেন। 
  • তিনি ইসরায়েলের নিকট গোপন সামরিক কূটনৈতিক নথি পাঠাতেন।
  • কোরিয়া যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেন।
common.content_added_by

দ্যাগ হেমারশোল্ড

537
537
  • নিজ দেশ- সুইডেন।
  • কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন।
  • কঙ্গোতে যাওয়ার সময় বর্তমান জাম্বিয়ায় পৌঁছলে বিমান দুর্ঘটনায় মারা যান
  • ১৯৬১ সালে তিনি শান্তির জন্য মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন।
common.content_added_by

উ থান্ট

590
590
  • নিজ দেশ- মিয়ানমার।
  • বর্মী কূটনীতিক ও তৃতীয় মহাসচিব।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন।
  • এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
common.content_added_by

কুট ওয়ার্ল্ড হেইম

524
524
  •  নিজ দেশ অস্ট্রিয়া।
  • চীনের ভেটো প্রদানের কারণে তিনি তৃতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে পারেননি।
  • একমাত্র মহাসচিব যিনি পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন
  •  জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করেন।
common.content_added_by

পেরেজ দ্যা কুয়েলার

567
567
common.please_contribute_to_add_content_into পেরেজ দ্যা কুয়েলার.
common.content

বুত্রোস গালি

493
493
common.please_contribute_to_add_content_into বুত্রোস গালি.
common.content

কফি আনান

639
639
  • নিজ দেশ ঘানা।
  • তিনিই প্রথম জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে মহাসচিব হন।
  • ২০০১ সালে জাতিসংঘের সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

common.content_added_by

বান কি মুন

685
685
  • নিজ দেশ- দক্ষিণ কোরিয়া।
  • এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব।
  • দুই কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর ছিলেন ।
common.content_added_by

আন্তোনিও গুতেরেস

612
612
  • নিজ দেশ- পর্তুগাল
  • জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব।
  • পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী (১১৪ তম)। ইউরোপ মহাদেশ থেকে নির্বাচিত ৪র্থ মহাসচিব।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion