গুরুত্বপূর্ণ চুক্তি

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1.3k
1.3k

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়? ১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ ।

common.content_added_by

মদিনা সনদ- Medina charter

929
929

৬২২ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর হযরত মুহাম্মাদ (সাঃ) মদিনা নগরীতে হিজরত করেন। এসময় সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাযরাজ সম্প্রদায় দ্রুতির মধ্যে ছিল। গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ, তারা কলহে লিপ্ত ছিল। এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠ লক্ষ্যে ইসলামের নবী মুহাম্মাদ (সাঃ) ৪৭ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। | যা ইতিহাসে মদিনার সনদ (Medina charter) নামে পরিচিত। এটিই পৃথিবীর প্রথম লিখিত সনদ বা সংবিধান।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দাস বিনিময় চুক্তি
মরুভূমি বন্টন চুক্তি
শান্তিচুক্তি
কৃষি বিষয়ক চুক্তি

ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি

989
989
  • স্বাক্ষরিত হয়- ১৬৪৮ সালে।
  • স্থান- ওয়েস্টফেলিয়া, জার্মানি Thirty Years War নামে পরিচিত।
  • মোট শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ৩ টি।
  • স্বাক্ষরিত হয়- প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
  • চুক্তির কারণ- ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি ঘটে ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি মাধ্যমে।
common.content_added_by

পারিস্য চুক্তি

825
825
  • স্বাক্ষরিত হয় ১৭৮৩ সালে।
  • স্বাক্ষর করে- ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। 
  • উদ্দেশ্য- মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া।
  • ফলাফল- আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি।

 

common.content_added_by

ভার্সাই চুক্তি

1.1k
1.1k

প্রথম ভার্সাই চুক্তি (১৭৮৩)

  • স্বাক্ষরিত হয়- ১৭৮৩ সালে।
  • অপর নাম- মার্কিন স্বাধীনতা রক্ষা চুক্তি। 
  • স্বাক্ষরিত হয়- ফ্রান্সের ভার্সাই নগরীর Hall of Mirror প্রাসাদে।
  • ফলাফল- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জন।
  • স্বাক্ষরিত হয়- যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে । 
  • ভার্সাই- ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি উপশহর।

 

দ্বিতীয় ভার্সাই চুক্তি (১৯১৯)

  • স্বাক্ষরিত হয়- ১৯১৯ সালে।
  • স্বাক্ষরিত হয়- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মাঝে। 
  • স্থান- ফ্রান্সের ভার্সাই নগরীতে।
  •  উদ্দেশ্য- জার্মানিকে যুদ্ধাপরাধী চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।
  • ফলাফল- প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানীর ক্ষতিপূরণ প্রদান।

 

দ্বিতীয় ভার্সাই চুক্তির প্রধান দিকসমূহ

  • এই চুক্তির মাধ্যমে জার্মানির রাষ্ট্রীয় সীমা এবং জনসংখ্যা শতকরা দশভাগ কমিয়ে আনা হয়।
  •  পশ্চিম দিকে অবস্থিত অ্যালসেইস ও লোরেইন পুনরায় ফ্রান্সকে দেয়া হয়।
  • সারল্যান্ড অঞ্চলটি ১৯৩৫ সাল পর্যন্ত জাতিপুঞ্জের অধীনে বিবেচনাধীন রাখার সিদ্ধান্ত
  • পূর্বে অবস্থিত জার্মানির অংশের নাম ছিল পশ্চিম প্রুশিয়া যার নির্দিষ্ট অংশ পোল্যান্ডকে ফিরিয়ে দেয়া হয়নেয়া হয়।
  • সেকসভিগে একটি গণভোটের ফলাফলের সাপেক্ষে এই অঞ্চলের উত্তরাংশটিকে ডেনমার্কের কাছে ফিরিয়ে দেয়া হয়।
  • ড্যানজিগকে একটি মুক্ত শহর ঘোষণা করা হয়। আফ্রিকায় অবস্থিত সকল জার্মান কলোনিসমূহ বৃটেন, ফ্রান্স, জাপান এবং অন্যান্য মিত্রশক্তির কুক্ষিগত হয়।
  • জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশসমূহে সংঘটিত জীবন, অর্থ ও অবকাঠামোগত সকল ক্ষয়ক্ষতির জন্য জার্মানিকে দায়ী করা হয়।
common.content_added_and_updated_by

তাসখন্দ চুক্তি

2.3k
2.3k
  • পাকিস্তান-ভারত যুদ্ধ সংঘটিত হয়- ১৯৬৫ সালে
  • তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়- ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
  •  স্থান- তাসখন্দ, উজবেকিস্তান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)।
  • উদ্দেশ্য ছিল- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ।
  • মধ্যস্থতাকারী দেশ- সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া।

 

common.content_added_by

সিমলা চুক্তি

904
904
  • স্বাক্ষরিত হয়- ১৯৭২ সালে।
  • স্বাক্ষর করে- ভারত ও পাকিস্তান।
  •  স্থান- ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা।
  • উদ্দেশ্য- ১৯৭১ সালের ৯৩ হাজার যুদ্ধবন্দী বিনিময় ও কাশ্মীর ইস্যুতে শান্তি চুক্তি।

 

common.content_added_by

ক্যাম্প ডেভিড চুক্তি

786
786
  • স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে।
  • স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে ।
  • স্বাক্ষর করে- মিশর (আনোয়ার সাদাত) ও ইসরাইল (মেনামে বেগিন)। 
  • উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ।
  • মধ্যস্থতা করে- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ফলাফল- সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
  • চুক্তিটির জন্য সাদাত ও বেগিন যৌথভাবে নোবেল পুরস্কার পান- ১৯৭৮ সালে।
common.content_added_by

শেনজেন চুক্তি

913
913

শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে। শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা "শেঞ্জেন এলাকা" নামে পরিচিত হবে।

  •  স্বাক্ষরিত হয়- ১৯৮৫ সালে।
  • স্থান- লুক্সেমবার্গের শেনজেন শহরে।
  • ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু ১৯৯৫ সালে।
common.content_added_by

ডেটন চুক্তি

1k
1k
  • স্বাক্ষরিত হয়- নভেম্বর, ১৯৯৫ সালে ফ্রান্সের প্যারিসে।
  • অন্য নাম- “ডেটন প্যারিস চুক্তি” বা “প্যারিস প্রটোকল" ।
  • স্বাক্ষর করে- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রো ।
  • উদ্দেশ্য- বসনিয়া যুদ্ধের সমাপ্তি করা।
  • উদ্যোক্তা- সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
  • নামকরণ- ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের 'ডেটন শহরে এ চুক্তির বিষয়ে ঐক্যমত হয়, ফলে ডেটন শহরের নাম অনুসারে এ চুক্তির নামকরন করা হয়।
common.content_added_by

গঙ্গার পানি বন্টন চুক্তি

943
943
common.please_contribute_to_add_content_into গঙ্গার পানি বন্টন চুক্তি.
common.content

কিয়োটো চুক্তি

790
790
common.please_contribute_to_add_content_into কিয়োটো চুক্তি.
common.content

উই রিভার চুক্তি

931
931
  • স্বাক্ষরিত হয়- ১৯৯৮ সালে।
  • স্থান- উই বিস্তার, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
  • স্বাক্ষর করে- PLO এবং ইসরাইল।
  • উদ্দেশ্য- ফিলিস্থিনি ও ইসরায়েলের মাঝে শান্তি প্রতিষ্ঠা ।
common.content_added_by

মানবাধিকার সনদ (১৯৪৮)

796
796
  • স্বাক্ষরিত হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে।
  • মানবাধিকার দিবস পালিত হয়- ১০ ডিসেম্বর।
  • স্থান- জাতিসংঘের সদর দপ্তর (নিউইয়র্ক)।
  • উদ্দেশ্য- মানুষ হিসেবে তার অধিকার সংরক্ষণ, এটি সার্বজনীন আইন। 
common.content_added_by

আটলান্টিক সনদ (১৯৪১)

799
799
  • স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট, ১৯৪১।
  • স্থান- ব্রিটিশ রণতরী প্রিন্সেস অব ওয়েলস।
  • স্বাক্ষর করে- ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
  • যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট।
  • ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ।
  •  উদ্দেশ্য ছিল- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সংকট সমাধান ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
common.content_added_by

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)

974
974
  • NPT-Nuclear Non Proliferation Treaty.
  • স্বাক্ষরিত হয়- ১ জুলাই ১৯৬৮। কার্যকর- ১৯৭০।
  • স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান ও ইসরাইল ।
  • উদ্দেশ্য- পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ।
  • এ পর্যন্ত স্বাক্ষরকারী দেশ- ১৯১টি (উত্তর কোরিয়াসহ)।
  •  প্রত্যাহারকারী দেশ- উত্তর কোরিয়া: ২০০৩ সালে (কিন্তু কার্যকর হয়নি)।
     
common.content_added_by

জীবাণু অস্ত্র কনভেনশন (১৯৭২)

696
696
  • স্বাক্ষরিত হয়- ১০ এপ্রিল, ১৯৭২।
  • কার্যকর হয়- ২৬ মার্চ, ১৯৭৫ খ্রি.
  • উদ্দেশ্য- সব ধরনের বিষাক্ত জীবাণু উৎপাদন ও মজুদ নিষিদ্ধকরণ।
common.content_added_by

পারিস্য শান্তি চুক্তি

790
790
  • প্যারিস শান্তি চুক্তি  স্বাক্ষরিত হয়- ১৯৭৩ সালে।
  • স্থান- ফ্রান্সের রাজধানী প্যারিসে।
  • স্বাক্ষরকারী দেশ- যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
  •  উদ্দেশ্য- ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানো।
  • ফলাফল- দীর্ঘ ২০ বছরের ভিয়েতনাম যুদ্ধের অবসান।
common.content_added_by

আলজিয়ার্স চুক্তি

1.1k
1.1k
  • স্বাক্ষরিত হয়- ১৯৭৫ সালে।
  • স্বাক্ষর করে- ইরান ও ইরাক ।
  • শাত-ইল-আরবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
common.content_added_by

মনট্রিল প্রটোকল

949
949

মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিয়ল চুক্তি ৫ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়- কিগালিতে, রুয়ান্ডা।

  • স্বাক্ষরিত হয়- ১৯৮৭ সালে। 
  • কার্যকর হয়- ১৯৮৯ সালে। 
  • স্থান- মনট্রিল, কানাডা।
  • উদ্দেশ্য- ওজন স্তরের জন্য ক্ষয়কারী উপাদান উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধকরণ।
  • বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে ১৯৯০ সালে।
common.content_added_and_updated_by

রাসায়নিক অস্ত্র কনভেনশন

685
685
  • কার্যকর হয় ১৯৯৭ সালে।
  • স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে।
  • উদ্দেশ্য- সব ধরনের রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন।
common.content_added_and_updated_by

ম্যাসট্রিচট চুক্তি

927
927
  • স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে। কার্যকর হয়- ১৯৯৩ সালে।
  • স্থান- নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে।
  • উদ্দেশ্য- ইউরোপে একক মুদ্রা ইউরো চালু এবং ইউরোপীয় অর্থবাজারকে সর্ববৃহৎ বাজারে পরিণত করা।
  •  ইউরো মুদ্রার জনক- রবার্ট মুন্ডেল।
  • ইউরো মুদ্রা চালু হয়- ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
common.content_added_by

সিটিবিটি (CTBT) ১৯৯৬

976
976

বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের ৫১তম অধিবেশনে এই চুক্তি গৃহীত হয়। দুখের বিষয় হলো এ চুক্তি এখনো কার্যকর করা সম্ভব হয়নি।

 

  • CTBT- Comprehensive Nuclear-Test-Ban Treaty.
  • স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালে। 
  • CTBT চুক্তি উত্থাপন করে- অস্ট্রেলিয়া
  •  স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
  • স্বাক্ষর করেও অনুমোদন দেয়নি- যুক্তরাষ্ট্র, চীন, ইসরাইল, ইরান ও মিশর।
  • বাংলাদেশ দক্ষিণ এশিয়ার CTBT অনুমোদনকারী প্রথম দেশ।
  • বাংলাদেশ ২৮তম দেশ হিসাবে CTBT চুক্তি স্বাক্ষর করে- ১৯৯৬ সালে এবং অনুমোদন করে- ২০০০ সালে।
common.content_added_by

বেলফাস্ট চুক্তি

1k
1k
  • স্বাক্ষরিত হয়- ১০ এপ্রিল, ১৯৯৮ ।
  • স্থান- উত্তর আয়ারল্যান্ডের রাজধানী- বেলফাস্টে।
  • বেলফাস্ট চুক্তির অন্য নাম - Good Friday Treaty 
  • স্বাক্ষর করে ব্রিটেন ও আয়ারল্যান্ড।
  • ফলাফল- উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়।
common.content_added_by

কিয়োটো প্রটোকল

725
725
  • স্বাক্ষরিত হয়- ১৯৯৭ সালে। কার্যকর হয়- ২০০৫ সালে।
  • স্বাক্ষরিত স্থান- কিয়োটো, জাপান
  • কিয়োটো প্রটোকল- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ সংক্রান্ত একটি চুক্তি।
  • ১৪৪ টি দেশের অনুমোদন প্রয়োজন ছিল প্রটোকলটি বাস্তবায়নের জন্য।
  • বাংলাদেশ অনুমোদন করে- ২০০১ সালে।
  • ২০১২ সালে কানাডা কিয়োটো প্রটোকল হতে নাম প্রত্যাহার করে।
  • প্রথম স্তরের মেয়াদ ছিল- ১৫ বছর; ১৯৯৭-২০১২ সাল পর্যন্ত
  • ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার কথা ছিল- ৫.২%।
common.content_added_by

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি

905
905
  • স্বাক্ষরিত হয়- ১৯৯৭ সালে স্থান- কানাডার অটোয়ায়।
  • অপর নাম- অটোয়া চুক্তি।
  • স্বাক্ষরকারী প্রথম দেশ- কানাডা।
  • উদ্দেশ্য- স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা। 
  • স্বাক্ষর করেনি- চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, ইসরাইল।
  • বাংলাদেশ ১২৬তম দেশ হিসাবে স্বাক্ষর করে- ১৯৯৮ সালে।
common.content_added_by

কার্টাগেনা প্রটোকল

871
871
  • কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয় ২০০০ সালে।
  • কার্টাগেনা প্রটোকল কার্যকর হয়- ২০০৩ সালে।
  • স্থান- কানাডার মন্ট্রিল শহরে ।
  • কার্টাগেনা প্রটোকল মূলত- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।

 

common.content_added_by

নাগোয়া প্রটোকল

982
982
  • নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়- ২০১০ সালে।
  • কার্যকর হয় ২০১৪ সালে।
  • স্বাক্ষরের স্থান- নাগোয়া, জাপান।
  • উদ্দেশ্য- বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল ।
common.content_added_by

অস্ত্র বাণিজ্য চুক্তি

948
948
  • ATT-Arms Trade Treaty
  • জাতিসংঘের অস্ত্র-বাণিজ্য বিষয়ক চুক্তি।
  • স্বাক্ষরিত হয়- ২০১৩ সালে।
  • কার্যকর হয়- ২০১৪ সালে।
  • উদ্দেশ্য- অবাধ অস্ত্র-বাণিজ্য নিয়ন্ত্রণ করা।
  • বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করে- ২০১৩ সালে।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion