কৃষ্টি ও সংস্কৃতি

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1k
1k
common.please_contribute_to_add_content_into কৃষ্টি ও সংস্কৃতি.
common.content

বিশ্ব কৃষ্টি ও সংস্কৃতি

789
789
  • সালভাদর ডালি ছিলেন- স্পেনের বিখ্যাত চিত্রকর।
  • Club of Vienna- ইউরোপের চিত্র শিল্পীদের একটি সংগঠন।
  •  পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো- লাস্ট সাপার।
  • পঞ্চইন্দ্রিয়' তৈলচিত্রের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন।
  • এশীয় চারুকলা প্রদর্শনী শুরু হয় ১৯৮১ সাল থেকে।
  • ম্যাডোনা-৪৩ চিত্রটি আঁকা- জয়নুল আবেদিনের।
  • ম্যাডোনা-৪৩ চিত্রটি আঁকা- দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে।
  • ব্যাটলশিপ পটেমকিন- একটি রুশভিত্তিক চলচ্চিত্র।
  • জ্যাকব এপস্টাইন হলো- একজন ব্রিটিশ ভাস্কর।
  •  বর্তমানে মোনালিসা চিত্রকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
  • লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা চিত্রকর ছিলেন- রেনেসাঁ যুগের।
  • মোনালিসা চিত্রকর্মটি আঁকা হয়েছে- মাদোনা লিসা জেবার দিনিকে কল্পনা করে।
common.content_added_and_updated_by

লিওনার্দো দ্য ভিঞ্চি

947
947

ইতালির ফ্লোরেন্স নগরীর দূরে ভিঞ্চি নামক গ্রামে লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম। ভিঞ্চি একইসাথে ভাস্কর, স্থপতি, সঙ্গীতঙ্গ বহুমুখী প্রতিভার অধিকারী। তাকে বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যের জনক বলে অভিহিত করা হয়।

 

বিখ্যাত শিল্পকর্ম:

  • বিখ্যাত দেয়ালচিত্র ‘দি লাস্ট সাপার’
  • বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’
  •  সালভাদর মুন্দি বা 'বিশ্বের ত্রাতা' শিল্পকর্মের চিত্রশিল্পী।

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  •  দি ম্যাডোনা অব দ্য কারনেশন
  •  ভিট্রভিয়ান ম্যান
  •  লেডি উইথ এন আরমাইন
  •  পোরট্রেইট অব জিনেভেরা বেঞ্চি।
  • দি ব্যাম্পস্টিক অফ ক্রাইস্ট
  • দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান্নি
  •  সেন্ট জন দ্য ব্যাপিস্ট
  • লা গিউকোন্ডা
  •  ফিমেল হেড
  •  ভার্জিন অব দ্য রকস
common.content_added_and_updated_by

মাইকেল অ্যাঞ্জেলা

880
880

ইতালির ফ্লোরেন্স নগরীর একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন মাইকেল অ্যাঞ্জেলা ছোটবেলা থেকেই ভাস্কর্য তৈরিতে তার আগ্রহ ছিল। 

 

বিখ্যাত চিত্রঙ্কন 

  • পিয়েটা (মা মেরির কোলে যিশুর মূর্তি) 
  •  লাস্ট জাজমেন্ট বা শেষ বিচার।
  • দ্য ক্রিয়েশন অব আদম

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  • ম্যাডোনা এন্ড চাইল্ড
  • দ্য হোলি ফ্যামিলি
  • সিসটাইন চ্যাপেলের ছাদের নকশা
  • মোজেস
  • দ্য ক্রিয়েশন অব আদম
  • দ্য পিয়েটা
common.content_added_by

ভিনসেন্ট ভ্যানগগ

925
925

১৮৫৩ সালে নেদারলেভসের জুনডারট গ্রামে জন্ম গ্রহণ করেন ভিনসেন্ট ভ্যানগণ। তাঁর জীবনের বেশিরভাগ সময় কাটে ফ্রান্সে। একজন মানবতাবাদী শিল্পী হিসেবে। তিনি নিপীড়িত, দরিদ্র, শ্রমিক কৃষকের কথা তার চিত্রকর্মে ভুলে নিয়ে আসেন।

 

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  •  সানফ্লাওয়ারস
  •  দ্য স্ট্যারি নাইট
  •  বেডরুম ইন আরলেস
  •  হলিটফিল্ড উইথ ক্রোস
  • দা বেডরুম 
  •  না পটেটো ইটার্স
  • পাবলো পিকাসো
  •  স্ট্যারি নাইট ওভার দ্য রোন
  •  ভিলা অন দ্য নিভেল
  •  আইরিসেস দ্য ইয়োগো হাউস।
  • আলমন্ড রজমস
  • দ্য নাইট ক্যাফে
common.content_added_by

পাবলো পিকাসো

996
996

পাবলো পিকাসো একজন চিত্রশিল্পী, ভাস্কর, মৃৎ শিল্পী, কবি ও নাট্যকার। পিকাসো কিউরিস্ট আন্দোলনের | সহপ্রতিষ্ঠাতা ছিলেন। স্পেনের গৃহযুদ্ধের বিরুদ্ধে আঁকা। 'গোয়ের্নিকা' তার বিখ্যাত চিত্রকর্ম। 'উইমেন অব আলজিয়ার্স' ছবিটি বিশ্বের সবচেয়ে দামি শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয়।

 

উল্লেখযোগ্য চিত্রকর্ম-

  •  গোয়ের্নিকা
  •  মাদার এন্ড চাইল্ড
  • সেলফ পোরট্রেইট
  • দ্য উইপিং ওমেন
  •  লা ভিয়ে
  • দা ওল্ড গিটারিস্ট 
  • লা লেকচার ফেটচেস
  •  ফ্রি ড্যান্সার্স
  •  দি এ্যাক্টর
  •  গার্ল বিফোর এ মিরর

 

common.content_added_by

ক্লদ মোনে

845
845

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  •  ইমপ্রেশন সানরাইজা
  • পপিস
  •  পপি ফিল্ড
  •  ওমেন উইথ এ প্যারাসল
  •  দ্য আস্টিস গার্ডেন অ্যার্ট গিভার্নি
  •  দ্য ম্যাগপাই
  •  দ্য ওয়াটার লিলি পন্ড
  •  ওয়াটার লিলিস
  •  ফ্রান্সের প্রকৃতির চিত্র
  •  ওমেন ইন দ্য গার্ডেন
common.content_added_by

রাফেইল

886
886
common.please_contribute_to_add_content_into রাফেইল.
common.content

সালভেদর ডালি

933
933
  • স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী সালভেদর ডালি ।
  • পরাবাস্তববাদ (Surrealist) চিত্রকর ছিলেন

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  •  দ্য পারসিসটেন্স অব ম্যামোরি
  •  দ্য টেমপটেশন অব সেন্ট অ্যান্থোন
  • দ্য এলিফ্রান্টস
  •  পোরট্রেইট ডি পল এলুয়ার্দ
common.content_added_and_updated_by

মকবুল ফিদা হুসেন

873
873
common.please_contribute_to_add_content_into মকবুল ফিদা হুসেন.
common.content

পিয়েরে আগুস্ত রেনোয়া

767
767
common.please_contribute_to_add_content_into পিয়েরে আগুস্ত রেনোয়া.
common.content

চে গুয়েভারার মূর্তি

1k
1k
common.please_contribute_to_add_content_into চে গুয়েভারার মূর্তি.
common.content

মকবুল ফিধা হুসেন

881
881

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  • মাদার তেরেসা
  • মাদার ইন্ডিয়া
  •  ব্যাটল অব গঙ্গা অ্যান্ড যমুনা
  •  ব্রিটিশ রাজ
  • হর্সেস
  •  লেডি উইথ ভেনা
common.content_added_by

পিয়েরে অগুস্ত রেনোয়া

778
778

উল্লেখযোগ্য চিত্রকর্ম

  • সূর্যলোকে নগ্নমূর্তি
  • লানচান অব দ্যা বেটিং পার্টি
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion