কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
709
709

(Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কবিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠান গুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সম্পর্কিত কলা কৌশল অধ্যয়ন করা হয়। সাধারণ অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম। হেনরি কিসিঞ্জারের মতে, “কূটনীতি হল আলোচনার মাধ্যমে পার্থক্য সমূহকে মানিয়ে নেওয়া।”  

কূটনীতি শব্দটি ১৭৯৬ সালে এডমন্ড বার্ক প্রচলিত ফরাসী শব্দ diplomatic থেকে প্রচলন হয়। বাংলা কূটনীতি শব্দটি সংস্কৃত শব্দ "কুটানীতি" থেকে আগত। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের উপদেষ্টা চাণক্য কৌটিল্য'র নাম থেকে কূটনীতি শব্দটির উদ্ভব ঘটে।

common.content_added_by

চীনের চলমান কূটনীতি

614
614

জেনে নিই

  • বিশ্বের প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়- চীন।
  • বর্তমান বাণিজ্য-যুদ্ধ/নয়া স্নায়ু যুদ্ধে বিদ্যমান- চীন ও যুক্তরাষ্ট্র।
  • দালাইলামা ধর্মীয় নেতা- চীনের তিব্বত প্রদেশের। কনফুসিয়াস- চীনা দার্শনিক।
  • দার্শনিক ‘ফালুন গং'- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন ।
  • 'উইঘুর' হলো - চীনের জিনজিয়াং প্রদেশের একটি মুসলিম সম্প্রদায়।
  • বিশ্বে প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল- চীনে ।
  • চীনের ধানভান্ডার হিসাবে পরিচিত- হুনান প্রদেশ। চীনের প্রধান উপজাতি- হান।
  • আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। চীনের মোট প্রদেশ ২৯ টি।
  • চীনে ‘এক সন্তান নীতি' চালু করে- ১৯৭৯ সালে এবং বিলুপ্ত করে- ২০১৬ সালে ।
  • চীনে বর্তমানে প্রেসিডেন্টের মেয়াদ বিলুপ্ত করা হয়েছে।
  • পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে চীনে।
  • মেরিন লিজার্ড- একটি উভচর ড্রোন।
common.content_added_by

নেকড়ে যোদ্ধা কূটনীতি

522
522

রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশ্বিক প্রভাব বৃদ্ধি ও পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবিলায় এই কূটনৈতিক তৎপরতা। আমেরিকা যে চীনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করছে, চীনকে সকল ক্ষেত্রে কোণঠাসা করতে বিভিন্ন সংগঠন তৈরি করছে এসকল কার্যকলাপ পদদলিত করতেই চীনের প্রেসিডেন্ট সি জিন পিং ২০২০ সঙ্গে এই আক্রমণাত্মক কূটনীতির অবতারণা করেন।

common.content_added_by

পিং পং ডিপ্লোমেসি

427
427

১৯৭১ সালে দীর্ঘদিনের শত্রুতা সম্পন্ন দুই দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের উন্নতির জন্য পিং পং কূটনীতি (Ping Pong Diplomacy) এর মাধ্যমে মার্কিন টেবিল টেনিস দল চীন সফর করে। এই সফরের মধ্য দিয়ে দেশ দুটির দীর্ঘ দিনের বৈরী সম্পর্কের বরফ গলতে আরম্ভ করে এবং চীন জাতিসংঘের সদস্যপদ লাভ ও স্থায়ী প্রতিনিধি লাভ করে।

common.content_added_by

ওয়ান বেল্ট ওয়ান রোড

572
572

One Belt One Road (OBOR) মেগা প্রকল্পটি গণচীন সরকারের ২০১৬ সালে হন্ত সমুদ্রপথে আন্তর্জাতিক বন্দর, ভূমিতে আন্তঃসীমান্ত সড়ক, উচ্চগতির রেলপথ, বিমানবন্দর এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণের কৌশল। এই উদ্যোগের পরিধি। অনিকভাবে এশিয়া ও ইউরোপের প্রায় ৬০ টি দেশ। ওয়ান বেল্ট, ওয়ান রোড বন্ত্রিক ট্রেডিং ব্যবস্থার বিপরীতে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ। এবং নি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। বেন্ট অ্যান্ড রোড। শিয়েটিভ এখন ঐতিহাসিক "সিল্ক রোড" বাণিজ্য রুটের সময় ভৌগোলিক | জাতাকে বোঝায়, যা প্রাচীনকালে ব্যবহৃত হতো। BRI এর উদ্দেশ্যে বাণিজ্যিক হও এর পেছনে ভূ-রাজনীতি বিদ্যমান।

common.content_added_by

রাজনৈতিক টার্ম

493
493
  • স্বৈরতন্ত্র- সামরিক শাসক কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থাই স্বৈরতন্ত্র।
  •  আমলাতন্ত্র- আমলাদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা যেখানে সরকারী কর্মচারী জনমতকে অগ্রাহ্য করে শাসনকার্য পরিচালনা করেন। এর প্রবক্তা ম্যাক্স ওয়েবার ।
  • ফ্যাসিজম (ফ্যাসিবাদ)- “জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই জনগণ” এর মূলকথা 
  •  মার্কসবাদ- কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙ্গে শ্রেণীহীন সম ব্যবস্থা প্রতিষ্ঠা। 
  •  সাম্যবাদ- সাম্যবাদ হল শ্রেণীহীন সমাজ যেখানে ব্যক্তির জীবন ও কর্ম রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
  •  সাম্রাজ্যবাদ- অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ ।
  • টাস্ক ফোর্স- কোন দেশের স্থল, বিমান ও নৌবাহিনীর সম্মিলিত সৈন্যদল। * অধ্যাদেশ- জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য রাষ্ট্রের প্রধান কর্তৃক জারি আদেশ বা নির্দেশ
  • ইমপিচমেন্ট- (অভিশংসন) রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য রাষ্ট্রপতির বিচার কার্য পরিচালনার জন্য গি বিশেষ বিচার বিভাগ।
  • তৃতীয় বিশ্ব- বিশ্বের উন্নয়নশীল এবং নিরপেক্ষ দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয় যেমন: বাংলাদেশ।
  • ফিফথ কলাম (পঞ্চম বাহিনী) যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং শত্রুকে সাহায্য করে। 
  • বাফার স্টেট- বিবাদমান দু'টি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
  • ফ্লোর ক্রসিং/ক্রস ভোটিং- নিজ দলের পক্ষে ভোট না দিয়ে বিপক্ষ দলকে ভোট দেয়। 
  •  ডোমিনিয়ান- ব্রিটিশ শাসিত উপনিবেশ যেগুলো স্ব-শাসন করার মর্যাদা ও করেছে সেগুলোই ডোমিনিয়ান দেশ। 
  • ব্লাক স্যাট- ইটালির সাবেক একনায়ক মুসোলিনির ফ্যাসিস্ট দল।
  • উগ্র স্বদেশিকতা- উগ্র স্বদেশিকতার বশবর্তী হয়ে মানুষ যখন অন্যান্য অঞ্চল/দেশের নাগরিকগণকে ঘৃণা করে সেটাই বলে শোবিনিজম যেমন: সাবেক নাৎসিবাদ ।
  • কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ- দুটি দেশের মধ্যে আপাতদৃষ্টিতে শান্তি বিরাজ করলেও বাস্তবে দু দেশের ভিন্নমুখী অবস্থান গ্রহণ করে যেমন: [সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র)
  •  স্যাটেলাইট স্টেট- প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দূর্বল রাষ্ট্র যেমন: ভুটান, নেপাল, ইউক্রেন।
  •  স্ট্র ভোট- কোন বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা ব বেসরকারীভাবে গৃহীত ভোট। 
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion