জাভাস্ক্রিপ্ট ব্রেক এবং কন্টিনিউ (JS Break & Continue)

Web Development - জাভাস্ক্রিপ্ট (JavaScript) জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল স্টেটমেন্ট (JS Control Statement) |
312
312

Break স্টেটমেন্ট

এই টিউটোরিয়ালের পূর্ববর্তী পরিচ্ছেদে break স্টেটমেন্টের ব্যবহার দেখানো হয়েছিল। switch স্টেটমেন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য ইহা ব্যবহার করা হয়েছিল।

একটি লুপ থেকে বের হয়ে যাওয়ার জন্যও break স্টেটমেন্ট ব্যবহার করা হয়।

break স্টেটমেন্ট লুপকে বন্ধ করে দেয় এবং পরবর্তী কোন কোড থাকলে তা এক্সিকিউট করেঃ

kt_satt_skill_example_id=781

continue স্টেটমেন্ট

যদি একটি নির্দিষ্ট শর্ত ঘটে তাহলে continue স্টেটমেন্ট লুপের ঐ ধাপকে বাদ দিয়ে পরবর্তী ধাপে চলে যায়।

এই উদাহরণটিতে 4 এর মান এড়িয়ে যায়ঃ

kt_satt_skill_example_id=783

জাভাস্ক্রিপ্ট লেবেল

জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টকে নাম দেওয়ার জন্য স্টেটমেন্টের পূর্বে লেবেলের নাম এবং কোলন ব্যবহার করতে হবেঃ

kt_satt_skill_example_id=785

জাভাস্ক্রিপ্টে break ও continue স্টেটমেন্ট শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কোডের ব্লক থেকে বের হয়ে আসতে পারে।

গঠনপ্রণালীঃ

kt_satt_skill_example_id=787

continue স্টেটমেন্টের(লেবেলসহ অথবা ছাড়া) মাধ্যমে লুপের একটি ধাপকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

একটি লুপ বা switch স্টেটমেন্ট থেকে বের হয়ে আসার জন্য লেবেল রেফারেন্স ছাড়া একটি break স্টেটমেন্ট ব্যবহার করা হয়।

যে কোন কোডের ব্লক থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি লেবেল রেফারেন্স দিয়ে break স্টেটমেন্ট ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=790

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion