অন্যান্য আন্দোলন ও তথ্য

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
1.3k
1.3k
common.please_contribute_to_add_content_into অন্যান্য আন্দোলন ও তথ্য.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

একটি গ্রন্থের নাম
একটি পানীয়ের নাম
বর্ণবাদ বিরোধী আন্দোলন
একটি NGO
কল্পনা দত্ত
প্রাতিলতা ওয়াদ্দেদার
মনোরমা নাসিমা
তাপিনী নিবেদিতা
কল্লানা দত্ত
প্রীতিলতা ওয়াদ্দেদার
মনোরমা নাসিমা
তাপিনী নিবেদিতা

সৈয়দ আমীর আলী

926
926
  • মুসলমানদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন।
  • সৈয়দ আমীর আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন।

আমীর আলী রচিত বইয়ের নামঃ

  • The Spirit of Islam
  • A short History of the Saracens.
common.content_added_by

হাজী মুহাম্মদ মুহসীন

787
787
  • দানশীলতার জন্য দানবীর বা বাংলার হাতেম তাই নামে পরিচিত হাজী মুহাম্মদ মুহসীন।
  • তিনি সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নন।

common.content_added_by

নওয়াব আব্দুল লতিপ

805
805
  • ১৮৬৩ সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ “মোহামেডান লিটারেরি সোনাইটি" প্রতিষ্ঠা করেন।
  • মুসলমানদের শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
common.content_added_and_updated_by

রাওলাট আইন

989
989
  • ১৯১৮ সালে প্রবর্তিত আইনের উদ্দেশ্য ছিল সংবাদপত্রের কণ্ঠরোধ করা।
  • এই আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে অসংখ্য মানুষ সমবেত হয়।
common.content_added_by

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড

746
746
  • হত্যাকাণ্ড সংগঠিত হয়- ১৩ এপ্রিল, ১৯১৯ সালে ২০০০ মানুষ হতাহত হয়।
  • হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড (১৯১৫) উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালেই।
  • জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে যায় এক হাজার মানুষকে হত্যা করা হয়।
common.content_added_by

অসহযোগ আন্দোলন

1.1k
1.1k
  • ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। অসহযোগ হল গণ আইন অমান্য করা।
  • ১৯২০ সালে কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ ও খেলাফত আন্দোলন যুগপৎভাবে পরিচালনার সিদ্ধান্ত হয়। ফলে, হিন্দু-মুসলিম ঐক্য গঠন হয় ব্রিটিশদের বিরুদ্ধে।
  • ১৯২২ সালে ৫ ফেব্রুয়ারি চৌরিচৌরা গ্রামে (উত্তরপ্রদেশ) উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দিলে ২২ জন পুলিশ সদস্য মারা যায়।
  • ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন মোহনদাস করমচাদ গান্ধী।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

গান্ধীজি
মাওলানা শওকত আলী
জহরলাল নেহেরু
বিপিনচন্দ্র পাল
জওহরলাল নেহারু
মাওলানা আবুল কালাম আজাদ
মাহাত্মা গান্ধী

খেলাফত আন্দোলন

846
846
  • খেলাফত আন্দোলনের সূচনা ঘটে ১৯১৯ সালে।
  • নেতৃতে ছিলেন- আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী।
  • উসমানীয় খেলাফতের অবসান ঘটে স্বৈরশাসক কামাল আতাতুর্কের হাতে ১৯২৪ সালে।
common.content_added_by

বেঙ্গল ফ্যাক্ট

1k
1k
  • ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ পার্টি গঠিত হয়।
  • বাংলায় মুসলমানদের সাথে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি একটি সমঝোতায় এই সমঝোতাটি 'বাংলা চুক্তি বা 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি নামে পরিচিত।
  • বাংলায় হিন্দু-মুসলমানের সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে বেঙ্গল প্যাক্ট।
common.content_added_by

ভারত শাসন আইন -১৯৩৫

1.1k
1.1k

১৯১৯ সালের ভারত শাসন আইনে ভারতবাসীর অধিকারের পূর্ণ প্রতিফলন না ঘটায় শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদানের আইন করা হয়।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ

  • প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান নিশ্চিতকরণ।
  • যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন।
  • বার্মাকে (মায়ানমার) ভারতবর্ষ হতে পৃথকীকরণ (১৯৩৭)।
  • দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকরণ।
common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion