আফ্রিকা মহাদেশ

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
2.2k
2.2k

আফ্রিকা মাহাদেশের অঞ্চল ভিত্তিক ৫৪ টি স্বাধীন দেশ

পূর্ব আফ্রিকা

১৪ টি 

১. ইথিওপিয়া

২. ইরিত্রিয়া

৩. কমোরুস

৪. কেনিয়া

৫. জিবুতি

৬. জিম্বাবুয়ে

৭. তানজানিয়া

৮. মরিশাস

৯. মালাগাছি

১০. মোজাম্বিক

১১. মালাবি

১২. সিচেলিস

১৩. সোমালিয়া

১৪. কিংডম অব ইসওয়াতিনি

উত্তর আফ্রিকা

৬ টি 

১. আলজেরিয়া

২. তিউনিশিয়া

৩. মিসর

৪. সুদান

৫. লিবিয়া

৬. দক্ষিণ সুদান

দক্ষিণ ও দক্ষি ণপূর্ব আফ্রিকা

৫ টি 

১. অ্যাঙ্গোলা

২. দক্ষিণ আফ্রিকা

৩. নামিবিয়া

৪. বতসোয়ানা

৫.লেসেথো 

পশ্চিম আফ্রিকা

১৫ টি 

১.ঘানা

২. মালি

৩.আইভরি কোস্ট

৪. টোগো

৫. বেনিন

৬.বারকিনাফাসো

৭.. মরক্কো

৮. কেপভার্দে 

৯. গিনি

১০.. গিনি বিসাউ

১১. গাম্বিয়া

১২. মৌরিতানিয়া 

১৩. সেগেনাল 

১৪. সিয়েরা লিওন 

১৫. লাইবেরিয়া 

মধ্য ইউরোপ 

১৪ টি 

১. জাম্বিয়া 

২. উগান্ডা

৩. কঙ্গো

৪. ক্যামেরুন

৫. মধ্য ইউরোপ প্রজাতন্ত্র

৬. চাঁদ 

৭. ইয়াকুয়েটরিয়া গিনি

৮. কঙ্গো প্রজাতন্ত্র

৯. নাইজার

১০. নাইজেরিয়া

১১. গ্যাবন

১২. বুরুন্ডি 

১৩. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপি

১৪. রুয়ান্ডা 

 

 

আফ্রিকা সম্পর্কে প্রাথমিক তথ্য 

  • অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়- আফ্রিকা মহাদেশকে (দ্বিতীয় বৃহত্তম মহাদেশ)। 
  • আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানাও বলা হয় ।
  • আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে চলে গেছে বিষুবরেখা। ভৌগোলিক কারনে জ্যামিতিক মহাদেশ বলে।
  • Horn of Africa শিং বলা হয়- ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া।
  • 'Death Horns of Africa' বলা হয়- শাদকে।
  •  'Pearl of Africa' বলা হয়- উগান্ডাকে।
  • 'ইউনিটা' বিদ্রোহী গোষ্ঠী- অ্যাঙ্গোলার ।
  •  পূর্বে 'গোল্ডকোস্ট' নামে পরিচিত ছিল- ঘানা
  • আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর। এশিয়া থেকে আফ্রিকা পৃথক করেছে লোহিত সাগর।
  • পৃথিবীর খর্বকায় জাতি আফ্রিকা মহাদেশের- পিগমি (কঙ্গো)। 
  • ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের স্বাধীন দেশ- লাইবেরিয়া ও ইথিওপিয়া। আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র- লাইবেরিয়া।
  • বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি- সাহারা (১১ টি দেশে পরিব্যাপ্ত)। 
  • কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ- ইথিওপিয়া। কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ- নাইজেরিয়া
  • পিগমি জাতি বাস করে- কঙ্গোতে। হুতু' ও উপজাতি- বুরুন্ডির আফ্রিকার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় ছিলেন- ৪২ বছর
  • বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন
  • 'বাংলাদেশ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে- সিয়েরালিওন ও আইভরি কোস্টে। 
  • 'আল শাবাব' গেরিলা সংগঠনটি- সোমালিয়ার। বোকো হারাম' সন্ত্রাসী সংগঠন- নাইজেরিয়ার।
  • আরব বসন্ত শুরু হয়- তিউনেশিয়ায়। তিউনেশিয়ার আরব বসন্ত পরিচিত- জেসমিন বিপ্লব নামে। 
  • পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- মরক্কো ও স্পেন। মরক্কোতে দ্বীপটি 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ডোভার প্রণালী
জিব্রাল্টার প্রণালী
বেরিং প্রণালী
পক প্রণালী
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
বিষুব রেখা
মকরক্রান্তি রেখা

দক্ষিণ আফ্রিকা

729
729

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র

  • অবস্থানঃ আফ্রিকা দক্ষিণাংশ
  •  ধরণঃ রাজনৈতিক মানচিত্র
  • রাজধানীঃ

[প্রশাসনিক] প্রিটোরিয়া

 [সংসদীয়] কেপটাউন

 [বিচারবিভাগীয়] ব্লুমফন্টেইন

  •  বৃহত্তম শহরঃ জোহানেসবার্গ
  • আয়তনঃ ১২,২১,০৩৭ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যাঃ ৫,৭৭,২৫,৬০০ (২০১৮)
  • স্বাধীনতাঃ

[ইউনিয়ন] ৩১ মে, ১৯১০

 [স্বশাসন] ১১ ডিসেম্বর, ১৯৩১ 

[প্রজাতন্ত্র] ৩১ মে, ১৯৬১

 

প্রশাসনিক বিভাগঃ 

৯ টি প্রদেশ প্রদেশসমূহঃ

১। উত্তর অন্তরীপ,

 ২। উত্তর-পশ্চিম,

৩। কাওয়াজুলু নাটাল, 

৪। গাউটেং,

৫। পশ্চিম অন্তরীপ,

 ৬। পূর্ব অন্তরীপ,

৭। ফ্রি স্টেট, 

৮। মালাঙ্গা,

৯। লিম্পোপো

 

মৌলিক তথ্য

দক্ষিণ আফ্রিকার রয়েছে তিনটি রাজধানী শহর। তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন আইনসভার রাজধানী প্রিটোরিয়া প্রশাসনিক ও ব্লোয়েমফন্টেইন বিচারিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। ১৯৯৪ সা বর্ণবাদ বিলুপ্তির পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছে আফ্রিকান ন্যাশনাল কনে বা এএনসি । ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইড বা বর্ণ- বৈষম্যনীতি বলবৎ হয়।

 

জেনে নিই 

  • আফ্রিকার প্রশাসনিক রাজধানী- প্রিটোরিয়া
  • রাজধানী জোহান্সবার্গকে বলা হয়- স্বর্ণের নগরী ।
  • এই দেশটি আফ্রিকা মহাদেশের সর্বাধিক শিল্পোন্নত দেশ।
  • সারাবিশ্বের সবচেয়ে বড় হীরকখনি- কিম্বার্লি 
  •  দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল- ৩৪২ বছর।
  • শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট- এফ ডি ক্লার্ক।
  • East London অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • African National Congress প্রতিষ্ঠিত- ১৯১২ সালে। 
  • The African National Congress (ANC) গঠনে ভূমিকা রাখেন- মহাত্মা গান্ধী ।
  • 'Cape of Good Hope' বা উত্তমাশা অন্তরীপ অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • জুলু উপজাতির বসবাস- দক্ষিণ আফ্রিকায়
  •  দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবক্তা- জেমস হার্জগ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

মিশর

1.4k
1.4k
  • রাষ্ট্রীয় নামঃ The Arab Republic of Egypt
  • রাজধানীঃ কায়রো
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • মিশর উপনিবেশ ছিল- বৃটেনের ।
  • মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সালে।
  • শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র ।
  • মিশরের সবচেয়ে বড় নগরী ও সমুদ্রবন্দরের নাম - আলেকজান্দ্রিয়া।
  • বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'আল আমিন' অবস্থিত- মিশরে।
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
  •  মিশরকে বলা হয় পিরামিডের দেশ বা নীল নদের দান।
  • হায়ারোগ্লিফিকস মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি  ।
  • সুয়েজ খাল জাতীয়করণ করে- ১৯৫৬ সালে। 
  • বিশ্বের দীর্ঘতম জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল- সুয়েজ খাল ।

 

সুয়েজ খাল

  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ করেছে- সুয়েজ খাল। 
  • কায়রো ও সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে- সুয়েজ খাল।
  • খাল খনন করা হয়- ১৮৫৯ সালে।
  • জাতীয়করণ করে মিশর- ১৯৫৬ সালে।
  •  জাতীয়করণ করেন জামাল আবদুল নাসের।

 

নীল নদ

  • নীল নদের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে।
  • ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর- 'নীল নদের দান' ।
  • প্রাচীনকালে প্রতিবছর নীল নদের বন্যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেতো।

 

ক্যাম্পডেভিড চুক্তি

  •  ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে ওয়াসিংটন ডিসিতে ক্যাম্পডেভিড ভবনে।
  •  মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  •  মিশরের পক্ষে আনোয়ার সাদাত এবং ইসরাইলের পক্ষে মেনাখেম বেগিন স্বাক্ষর করে। 
  •  ১৯৭৮ সালে উভয়কে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
  • মিশর ইসরাইলকে স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপত্যকা।
  • এই চুক্তির কারণে মিশরকে সাময়িকভাবে Arab League ও OIC থেকে বহিষ্কার করা হয়েছিল। 

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ওডিসি
হায়ারোগ্লিফিকস
প্যাপিরাস
ক্যালিওগ্রাফিস

নীলনদ

617
617
common.please_contribute_to_add_content_into নীলনদ.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ফিনল্যান্ড
মিশর
কানাডা
কিউবা
ককেশাস পর্বতমালা
পামির মালভুমি
ইথিওপিয়ার পবর্তমালা
ভিক্টোরিয়া হ্রদ
মিশর -লিবিয়া
মিশর- সুদান
লিবিয়া - মরক্কো
মিশর-ঘানা

তিউনিশিয়া

615
615
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Tunisia 
  • রাজধানীঃ  তিউনিস
  • মুদ্রাঃ দিনার (TND) 
  • ভাষাঃ আরবি

জেনে নিই 

  • তিউনিশিয়ায় প্রথম অরব বসন্ত শুরু হয়।
  • আবর বসত শুরু হয় ২০১০ সালে । 
  • আরব বসন্তের ফলে স্বৈরশাসক বেন আলীর পতন হয় ।
common.content_added_and_updated_by

সুদান

644
644
  • রাষ্ট্রীয় নামঃ The republic of Sudan 
  • রাজধানী: খারতুন 
  • ভাষাঃ আরবি 
  • মুদ্রাঃ পাউন্ড 

 

জেনে নিই 

  • ‘Home of the fur’ নামে পরিচিত-সুদানের দারফুর অঞ্চল। 
  • সুদান শব্দের অর্থ - কৃষ্ণাঙ্গদের ভূমি। 
  • সুদান স্বাধীনতা লাভ করে ১৯৫৬ সালে ব্রিটেনের কাছ থেকে। 
  • আফ্রিকার গোলযোগ পূরণ দারফুর শহরটি অবস্থিত সুদানে । 
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দক্ষিন সুদান

551
551
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of South Sudan  
  • রাজধানীঃ জুবা
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • দক্ষিণ সুদান রাষ্ট্রটি স্থলবেষ্টিত।
  • দক্ষিণ সুদানের রাজধানীর নাম- জুবা।
  • পৃথিবীর সর্বশেষ এবং ১৯৫তম স্বাধীন দেশ।
  • দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে- সুদানের কাছ থেকে ।
  • দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে- ২০১১ সালে।
  • দক্ষিণ সুদানের স্বাধীনতার জনক- জন গ্যারাং মোবিওর।
     
common.content_added_by

মরক্কো

607
607
  • রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Morocco
  • রাজধানীঃ রাবাত
  •  ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ দিরহাম

 

জেনে নিই 

  • মরক্কো ছিল- ফ্রান্সের উপনিবেশ আফ্রিকার একমাত্র দেশ।
  • যেটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়- মরক্কো
  • পশ্চিম সাহারা অঞ্চলটি উপনিবেশ ছিল- ফ্রান্সের।
  • বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ছিলেন- মরক্কোর নাগরিক।
  • টুপি শিল্পের জন্য বিখ্যাত নগরী- ফেজ
  •  ১৯৪৩ সালে রুজভোল্ট ও চার্চিল বৈঠক করেন- কাসাব্লাঙ্কায়।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ঘানা

619
619
common.please_contribute_to_add_content_into ঘানা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

সিয়েরা লিওন

563
563
  • সিয়েরা লিয়ন নামটির অর্থ- 'সিংহ পর্বত'। 
  • 'ফ্রিটাউন'- সিয়েরা লিওনের রাজধানী। 
  • RUF নামক গেরিলা গ্রুপটি যে দেশের সিয়েরা লিওয়নে। 
  • বাংলাদেশের নামে একটি রাস্তার নাম রাখা আছে- সিয়েরা লিওনে।
  • বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে- সিয়েরা লিওন ।
  •  বর্তমানে সিয়েরা লিওনে নিযুক্ত জাতিসংঘ শান্তি মিশনের নাম- UNAMSIL
common.content_added_by

ইথিওপিয়া

644
644
common.please_contribute_to_add_content_into ইথিওপিয়া.
common.content

আলজেরিয়া

445
445
common.please_contribute_to_add_content_into আলজেরিয়া.
common.content

লাইবেরিয়া

591
591
common.please_contribute_to_add_content_into লাইবেরিয়া.
common.content

উগান্ডা

619
619
  • উগান্ডার স্বৈরশাসক ছিলেন- ইদি আমিন। 
  • Pearl of Africa বলা হয়- উগান্ডাকে 
  • উগান্ডাকে 'Pearl of Africa' নামে অভিহিত করেন- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 
  • Lords Resistance Army যে দেশের গেরিলা সংগঠন- উগান্ডা।


 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নাইজেরিয়া

670
670
common.please_contribute_to_add_content_into নাইজেরিয়া.
common.content

শাদ

521
521
common.please_contribute_to_add_content_into শাদ.
common.content

সোমালিয়া

502
502
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Republic of Somalia
  • রাজধানীঃ মোগাদিসু
  • ভাষাঃ সোমালি
  • মুদ্রাঃ শিলিং

 

জেনে নিই 

  • আল শাবাব হল- সোমালিয়া ভিত্তিক গেরিলা সংগঠন।
  • বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ- সোমালিয়া।
  • বিশ্বের যে স্বাধীন দেশে কেন্দ্রীয় শাসক নেই- সোমালিয়া
  • সোমালিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়- ১৯৯১ সালে।
common.content_added_by

কেনিয়া

513
513
common.please_contribute_to_add_content_into কেনিয়া.
common.content

মরিশাস

519
519
common.please_contribute_to_add_content_into মরিশাস.
common.content

মাদাগাস্কার

558
558
common.please_contribute_to_add_content_into মাদাগাস্কার.
common.content

পূর্ব আফ্রিকা

654
654

রাষ্ট্রীয় নাম 

রাজধানী 

মুদ্রা 

কেনিয়া 

নাইরোবি 

শিলিং 

তাঞ্জানিয়া 

দারুস সালাম, দোদোমা 

শিলিং 

মাদাগাস্কার 

আনতানারিভা 

এরিয়ারি 

সিচিলিস 

ভিক্টোরিয়া 

রুপি 

কমোরোস 

মরোনি 

ফ্রাঙ্ক 

জিবুতি 

জিবুতি 

ফ্রাঙ্ক 

সোমালিয়া 

মোগাদিসু 

শিলিং 

মালাবি 

লিলাংগুয়ে 

কোয়াচ 

জিম্বাবুয়ে 

হারাবে 

ডলার 

মোজাম্বিক 

মাপুতে 

মেটিছল 

মরিশাস 

পোর্ট লুইস 

রুপি 

ইথিওপিয়া 

আদ্দিস আবাবা

বির 

ইরিত্রিয়া 

আসমারা 

নাকফা

ইসওয়াতিনি 

মেবেন, লোবাম্বা 

ফ্রাঙ্ক 

 

common.content_added_by

জিম্বাবুয়ে

637
637
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Zimbabwe
  • রাজধানীঃ হারারে
  • ভাষাঃ শোনা, ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

জেনে নিই 

  • জিম্বাবুয়ে শব্দের অর্থ- House of the Chief
  •  জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।
  •  মিলিয়ন টাকার নোট ব্যবহার করে- জিম্বাবুয়েনরা।
  •  উত্তর রোডেশিয়া- জাম্বিয়ার পূর্ব নাম ।
  • City of flowering trees' বলা হয়- জিম্বাবুয়ের হারারেকে।
  •  জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম- সলসবেরি।
  • জিম্বাবুয়ে ছিল- যুক্তরাজ্যের উপনিবেশ।

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রোডেশিয়া
গ্রীন ল্যান্ড
গোল্ড কোস্ট
পীট্রোরিয়া
দক্ষিণ রোডেশিয়া
উত্তর রোডেশিয়া
আপার ভোল্টা
নিয়াসীল্যান্ড

ইথিওপিয়া

576
576
  • রাষ্ট্রীয় নামঃ Peoples Democratic Republic of Ethiopia
  • রাজধানীঃ আদ্দিস আবাবা
  • ভাষাঃ আমহারিক
  • মুদ্রাঃ বির

জেনে নিই 

  • ইথিওপিয়ার পূর্ব নাম- আবিসিনিয়া
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশের সংখ্যা ছিল- ৩ টি মিসর, ইথিওপিয়া ও লাইবেরিয়া।
  •  প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকার স্বাধীন ছিল-১টি দেশ (লাইবেরিয়া)
  • ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য- ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে- ইথিওপিয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ।
     
common.content_added_by

কেনিয়া

583
583
  •  রাষ্ট্রীয় নাম: The Republic of Kenya
  • রাজধানীঃ নাইরোবি
  • ভাষাঃ ইংরেজি 
  • মুদ্রাঃ সিলিং 

জেনে নিই 

  • কেনিয়ায় বসবাসরত যোদ্ধা জাতি- মাসাই জাতি
  • কেনিয়া অবস্থিত- পূর্ব আফ্রিকায়
  • মাও মাও বিদ্রোহী দল- কেনিয়ার
common.content_added_by

মরিশাস

570
570
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Mauritius
  • রাজধানীঃ পোর্ট লুইস
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ  রুপি

 

জেনে নিই 

  •  মরিশাসের অধিকাংশ অধিবাসীরা ভারতের বংশোদ্ভূত 
  • মরিশাস অবস্থিত- ভারত মহাসাগরে
  • মরিশাসের প্রধান শিল্প- পর্যটন
  • আফ্রিকান যে দ্বীপটি পর্যটন শিল্পে সমৃদ্ধ- মরিশাস

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রশান্ত মহাসাগরে

আরব সাগরে

আটলান্টিক মহাসাগরে

ভারত মহাসাগরে

সোমালিয়া

540
540
common.please_contribute_to_add_content_into সোমালিয়া.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

মাদাগাস্কার

958
958
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Madagascar
  • রাজধানীঃ আনতানানারিভো
  • ভাষাঃ মালাগাছি
  • মুদ্রাঃ আরিয়ারি

জেনে নিই 

  • মাদাগাস্কার এর অন্য নাম- মালাগাছি।
  • মালাগাছি দ্বীপটি আফ্রিকা মহাদেশের- সর্ববৃহৎ দ্বীপ ।
  •  মাদাগাস্কার স্বাধীনতা লাভ করে- ১৯৬০ সালে ।
  •  দ্বীপটি প্রথম আবিষ্কার করে- পর্তুগিজ নাগরিক দিয়াগো দিয়াজ।
  • ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ- মাদাগাস্কার।
common.content_added_by

লিবিয়া

837
837
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Libya 
  • রাজধানী: ত্রিপোলি 
  • ভাষাঃ আরবি 
  • মুদ্রাঃ পাউন্ড 

 

জনে নিই 

  • বৃহত্তম শহরের নাম - বেনগাজি 
  • জামহুরিয়া অর্থ- জনগনের রাষ্ট্র 
  • লিবিয়া শব্দের অর্থ- একটি বর্বর আদিবাসী 
  • উত্তর আফ্রিকার যে দেশটি ইতালির উপনিবেশ ছিল- লিবিয়া। 
  • আফ্রিকার লৌহ মানব - মোহাম্মপদ গাদ্দাফির। 
  • পশ্চিমারা ‘অপারেশন অডিসি ডন’ পরিচালনা করে - লিবিয়ায়। 
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

লাইবেরিয়া

901
901
  • লাইবেরিয়া শব্দের অর্থ- মুক্তভূমি। 
  • আফ্রিকার মুক্তভূমি বলা হয়- লাইবেরিয়াকে।
  • 'বাংলাদেশ স্কয়ার' রয়েছে- লাইবেরিয়াতে।
  •  লাইবেরিয়ায় গৃহযুদ্ধ হয় (১৯৮৯-১৯৯৬) সাল পর্যন্ত।
  • আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র- লাইবেরিয়া।
  • লাইবেরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট- অ্যালেন জনসন সারলিফ।
  •  লাইবেরিয়ার লৌহমানবী হিসেবে পরিচিত- অ্যালেন।
  • 'চার্লস টেলর' ও 'প্রিন্স জনসন' নাম দু'টি জড়িত- লাইবেরিয়ার সাথে।


 

common.content_added_by

নাইজেরিয়া

553
553
  • আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ- নাইজেরিয়া 
  • আফ্রিকার সর্বাধিক তেল সমৃদ্ধ দেশ।
  •  বোকো হারাম উগ্রগোষ্ঠী সক্রিয়- নাইজেরিয়ায়। 
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion