আন্তর্জাতিক সংস্থা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1.8k
1.8k
  •  CARE যে ধরনের সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা। (যুক্তরাষ্ট্র ভিত্তিক )
  •  Rotary International এর সদর দপ্তর  ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
  • অক্সফাম যে দেশের একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান- ব্রিটেনে। ( অক্সফোর্ড ,লন্ডন, যুক্তরাষ্ট্র )
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'উড়ন্ত চক্ষু হাসপাতাল'- অরবিটস। 

 

common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা

614
614
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা.
common.content

পিএলও- Palestine Liberation Organisation (PLO)

530
530
  • পূর্ণরূপ — Palestine Liberation Organization.
  • প্রতিষ্ঠা- ১৯৬৪ সালে।
  • সদর দপ্তর- রামাল্লাহ, ফিলিস্তিন।
  • PLO-এর প্রথম চেয়ারম্যান- আহমদ শুকিরি । 
  • PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত।
common.content_added_by

Commonwealth of Nations

571
571

কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন  স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩ টি  দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত।  ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।

 প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ১৯২৬ সালের বেলফোর ঘোষণা এবং ১৯২৯ সালের ইম্পেরিয়াল কনফারেন্স।

 

জেনে নিই 

  •  পরিচয়: ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশসমূহের জোট 
  •  সদস্য: ৫৪টি [এশিয়ার ৮টি+ ইউরোপের ৩টি]
  •  প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে। কর্মপরিধি: উন্নয়ন, গণতন্ত্র ও শিক্ষা
  • ভাষা: ইংরেজি। প্রতীকী প্রধান: রাজা চার্লস, যুক্তরাজ্য।
  • সার্কভুক্ত দেশের মধ্যে সদস্য নয়: নেপাল, ভুটান ও আফগানিস্তান 
  •  ত্যাগ করে পুনরায় ফিরে আসে: মালদ্বীপ, গাম্বিয়া ও পাকিস্তান
  • পাকিস্তান: ১৯৭২ থেকে ১৯৮৯ [বাংলাদেশকে সদস্যপদ দেয়ায় পদত্যাগ করে]
  • বাংলাদেশ সদস্য হয়: ১৮ এপ্রিল, ১৯৭২ (বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে) 
  • বাংলাদেশ সম্মেলনে প্রথম যোগ দেয়ঃ  ১৯৭৩ সালে কানাডার অটোয়া সম্মেলনে। 
  •  ব্রিটিশ উপনিবেশ না হয়েও সদস্য: রুয়ান্ডা (বেলজিয়ামের উপনিবেশ) ও মোজাম্বিক (পর্তুগালের উপনিবেশ)
  •  ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথ সদস্য ষে মিয়ানমার ও আরব বিশ্বের দেশ। 

 


 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বার্মিংহাম (Birmingham)
মেলবোর্ন (Melbourne)
কুয়ালালামপুর (Kuala Lumpur)
সিঙ্গাপুর সিটি (Singapore City)
দিল্লী।
ইসলামাবাদ
প্যারিস
নিউ ইয়র্ক
লন্ডন

Commonwealth of Independent States

553
553
  • CIS-এর পূর্ণরূপ— Commonwealth of Independent States,
  • প্রতিষ্ঠা ৮ ডিসেম্বর ১৯৯১ ।
  •  সদর দপ্তর মিনক, বেলারুশ।
  • জর্জিয়া CIS ত্যাগ করে ১৭ আগস্ট ২০০৯।
  • সদস্য সংখ্যা- ৯, দেশগুলো হচ্ছে- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।
common.content_added_by

বিভিন্ন আঞ্চলিক সংস্থা

555
555
common.please_contribute_to_add_content_into বিভিন্ন আঞ্চলিক সংস্থা.
common.content

কন্টাড়োরা গ্রুপ

442
442
common.please_contribute_to_add_content_into কন্টাড়োরা গ্রুপ.
common.content

আফ্রিকান ঐক্য-১৯৬৩

535
535
common.please_contribute_to_add_content_into আফ্রিকান ঐক্য-১৯৬৩.
common.content

GIZ- জার্মানি

528
528
common.please_contribute_to_add_content_into GIZ- জার্মানি.
common.content

কে. সিএনএন- উত্তর কোরিয়া

534
534
common.please_contribute_to_add_content_into কে. সিএনএন- উত্তর কোরিয়া.
common.content

OAU-Organization of African Unity

924
924
  • পূর্ণরূপ African Union. ( আফ্রিকান ঐক্য সংস্থা ) 
  •  প্রতিষ্ঠা- ২০০২ সালে (দক্ষিণ আফ্রিকায়)।
  • AU এর সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  •  বর্তমান সদস্য-৫৫ টি
  •  পূর্ব নাম- OAU (Organization of African Unit)
common.content_added_by

BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation

811
811

পূর্ণরূপ  -  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation,

পূর্ব নাম  - BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation),

প্রতিষ্ঠা  - ৬ জুন, ১৯৯৭ সালে,

সদর দপ্তর  - ঢাকা, বাংলাদেশ,

প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ  - ৪টি 

  1. বাংলাদেশ, 
  2. ভারত, 
  3. শ্রীলঙ্কা, ও
  4. থাইল্যান্ড। 

বর্তমান সদস্য দেশ  - ৭টি,

  1. বাংলাদেশ, 
  2. ভুটান, 
  3. ভারত, 
  4. মায়ানমার, 
  5. নেপাল, 
  6. শ্রীলঙ্কা, ও
  7. থাইল্যান্ড।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacific

749
749
  • CIRDAP-এর পূর্ণরূপ -Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  • CIRDAP গঠিত হয়- ৬ জুলাই ১৯৭৯ ।
  •  CIRDAP এর সদস্য সংখ্যা- ১৫টি।
  • বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি এর সদস্য দেশ। 
  • এর সদর দপ্তর- ঢাকা (সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউসে)।
  •  মাত্র ১২ জন নারী শিক্ষার্থী নিয়ে চামেলী হাউজে ১৯৩৮ সালে। রোকেয়া হল নামকরণ করা হয় ১৯৬৪ সালে।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

GCC

551
551
  • GCC- Gulf Co-operation Council.
  • প্রতিষ্ঠা- ১৯৮১ সালে ।
  • সদর দপ্তর- রিয়াদ সৌদি আরব।
  • সদস্য দেশ ৬টি- বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, সং আ: আমিরাত, সৌদি আরব। 
  •  যে আঞ্চলিক সংস্থা পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিয়ে গড়ে ওঠে তার নাম- GCC.
common.content_added_by

SAFTA

786
786
  • SAFTA এর পূর্ণরূপ – South Asian Free Trade Area.
  •  ৬ জানুয়ারি ২০০৪ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় – ইসলামাবাদ, পাকিস্তান । 
  •  কার্যকর হয় ১ জানুয়ারি ২০০৬।
  •  সদস্য সংখ্যা – ৮টি (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান, ভারত ও নেপাল)।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা

881
881
common.please_contribute_to_add_content_into বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা.
common.content

IMF (International Monitory Fund)

738
738
  • IMF- International Monetary Fund.
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি।
  • প্রতিষ্ঠিত হয় ব্রিটন উড়স সম্মেলনের মাধ্যমে। 
  •  ব্রিটন উডস প্রতিষ্ঠান ২টি - (WB, IMF) 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Islamic Monetery Fund
International Monetary Forum
International Monetary Fund
Islamic Montary Forum
Islamic Monetery Fund
International Monetary Forum
International Monetary Fund
Islamic Monetary Forum

ব্রেটন উডস ইনস্টিটিউট

550
550
common.please_contribute_to_add_content_into ব্রেটন উডস ইনস্টিটিউট.
common.content

SAPTA (SAARC Preferential Trading Arrangement)

629
629
  • SAPTA - SAARC Preferential Trading Arrangement | 
  •  স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ (ঢাকা, বাংলাদেশ)।
  •  কার্যকর হয় ৭ ডিসেম্বর ১৯৯৫।
  •  সদস্য দেশ ৮টি (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান, ভারত ও নেপাল) ।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

South Asian Presidential Trading Arragement
South Asian Profitable Trading Arrangement
South Asian Professional Trading Agreement
South Asian Preferential Trade Arrangement

WTO-World Trade Organization

858
858
  • WTO- World Trade Organization. 
  • সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  •  WTO প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে। 
  •  WTO এর পূর্বসুরী সংস্থা- GATT.
  • GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৮ সালে ২৩ সদস্য নিয়ে। 
  •  বাংলাদেশ WTO এর সদস্যপদ লাভ করে- ১ জানুয়ারি, ১৯৯৫।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

উরুগুয়ে রাউন্ড

540
540
common.please_contribute_to_add_content_into উরুগুয়ে রাউন্ড.
common.content

ENRON - এনরন

479
479
common.please_contribute_to_add_content_into ENRON - এনরন.
common.content

ওপেক (OPEC)

550
550
  • OPEC এর পূর্ণরূপ --- Organization of the Petroleum Exporting Countries.
  • OPEC গঠিত হয় ১৪ সেপ্টেম্বর ১৯৬০
  • OPEC প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫টি (ইরান, ইরাক, কুয়েত, ভেনিজুয়েলা ও সৌদি আরব)। 
  • OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩।
  • OPEC এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্বে সুইজারল্যান্ডের জেনেভা)। 
  • OPEC এর অ-আরব দেশগুলো ইরান, গ্যাবন, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি ও কঙ্গো 
  • OPEC ভুক্ত অ-আরব এশীয় দেশ ইরান।
     
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ভিয়েনা
তেহরান
জেদ্দা
ম্যানিলা
রাশিয়া
ইরান
ইরাক
ইন্দোনেশিয়া

International Finance Corporation

633
633
common.please_contribute_to_add_content_into International Finance Corporation.
common.content

Bangla Bond

790
790
common.please_contribute_to_add_content_into Bangla Bond.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

কেশব চন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মওলানা আকরাম খাঁ

International Development Association

552
552
common.please_contribute_to_add_content_into International Development Association.
common.content

বিশ্ব বানিজ্য সংস্থা

483
483
common.please_contribute_to_add_content_into বিশ্ব বানিজ্য সংস্থা.
common.content

The World Economic Forum-WEF (বিশ্ব অর্থনৈতিক ফোরাম)

509
509
common.please_contribute_to_add_content_into The World Economic Forum-WEF (বিশ্ব অর্থনৈতিক ফোরাম).
common.content

IMO-International Maritime Organization

583
583
  •  IMO- International Maritime Organization.
  •  সদর দপ্তর- লন্ডন
common.content_added_by

Alibaba

637
637
common.please_contribute_to_add_content_into Alibaba.
common.content

জি-৭৭ (G-77)

720
720
  • G-77 এর পূর্ণরূপ — Group of 77। নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই।
  • G-77 প্রতিষ্ঠিত হয়- ১৫ জুন, ১৯৬৪ সালে।
  • G-77 এর বর্তমান সদস্য সংখ্যা- ১৩৪ |
  •  উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট।

 

common.content_added_by

অর্থনৈতিক জোট (EU)

929
929

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নে। ১৯৯৪ সালের ১ জানুয়ারি ইউরোপীয় অর্থনৈতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ১৯৯৯ সালে ইউরোপীয় মুদ্রার প্রবর্তন ইউরোপে ইউনিয়ন আর্থিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। ১৯৯০ সালে বলকান অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হলে ইইউ "সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তানীতি" প্রণয়ন করে। ইউরোপীয় সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্যা দেশগুলোতে যাতায়াত করতে পারে।

 

জেনে নিই 

  • বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট EU
  • পূর্ব নাম- EEC, একক মুদ্রার নাম- ইউরো। 
  • সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
  • ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৬ সালে।
  • ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল (কানাডার 
  • ইউরো মুদ্রা চালু আছে (১৯টি দেশে)।
  • ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- ফ্রাঙ্কফুট, জার্মানি।
  • সর্বশেষ ইউরো মুদ্রা চালু হয়- লিথুনিয়াতে (২০১৫)
  •  ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য- ৭০৫ জন ।
  • সাখারভ পুরস্কার প্রদান করে ইউরোপিয়ান পার্লামেন্ট
  •  ইউরোপীয় ইউনিয়ন নোবেল পুরস্কার পায়- ২০১২ 
  • ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে।
  • Frontex: ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম- ফ্রন্টটেন্স।
  •  Troica: গ্রিসকে ঋণদানকারী ৩টি প্রতিষ্ঠান।
  • ইউরোমানি: লন্ডনভিত্তিক অর্থনৈতিক জার্নাল।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ২৮টি

১. জার্মানি

২. মাল্টা 

৩. সাইপ্রাস

৪. হাঙ্গেরি

৫. অস্ট্রিয়া

৬. আয়ারল্যান্ড

৭. বেলজিয়াম

৮. ফিনল্যান্ড

৯. সুইডেন

১০. নেদারল্যান্ডস

১১. ইতালি

১২. ডেনমার্ক

১৩. পোল্যান্ড

১৪. লুক্সেমবার্গ

১৫. স্পেন

১৬. পর্তুগাল 

১৭. স্লোভেনিয়া

১৮. বুলগেরিয়া

১৯. ক্রোয়েশিয়া

২০. স্লোভাকিয়া

২১. লাটভিয়া

২২. লিথুনিয়া

২৩. রোমানিয়া

২৪. এস্তোনিয়া

২৫. চেকপ্রজাতন্ত্র

২৬. গ্রীস 

২৭. ফ্রান্স 

 

Eurozone: ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য-১৯টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে লিথুনিয়া (১ জানুয়ারি ২০১৫)। কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না- ডেনমার্ক ও সুইডেন।  ২০২৩ সালে ইউরোজোনে যোগ দিবে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।

 চুক্তিসমূহঃ 

রোম চুক্তি (Rome Treaty)- 1957, উদ্দেশ্য- European Economic Community (EEC) প্রতিষ্ঠা ।

শেনঝেন চুক্তি (Shengen Treaty)- 1985, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশ। ফলটিইটি  

ম্যাসট্রিচট চুক্তি (Mastricht Treaty)- 1992, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে মূল সংবিধান হলো ম্যাসট্রিচট চুক্তি। 

এই চুক্তির ফল-

EEC থেকে EU হয় : ১ নভেম্বর, ১৯৯৩

Euro মুদ্রা চালু হয়: ১ জানুয়ারী, ১৯৯৯

লিসবন চুক্তি (Lasbon Treaty) - 2007, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়ন সংস্কার।

 

জেনে নিই 

  • GSP: Generalized system of perferences.
  • GSP সুবিধা প্রায়: LDC ভুক্ত দেশ। 
  •  LDC তালিকা থেকে যুক্ত হলে EU দেয়: জিএসপি প্লাস (GSP PLUS) সুবিধা।
  • British Exit = Brexit : EU থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া।
  • Brexit Act কার্যকর- ৩১ জানুয়ারী, ২০২০ মি. ।
  • ব্রিটেন ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Eurozone

585
585
common.please_contribute_to_add_content_into Eurozone.
common.content

রোম চুক্তি (Rome Treaty)

474
474
common.please_contribute_to_add_content_into রোম চুক্তি (Rome Treaty).
common.content

শেনঝেন চুক্তি (Shenzhen Treaty)

543
543
common.please_contribute_to_add_content_into শেনঝেন চুক্তি (Shenzhen Treaty).
common.content

Mastricht Treaty

542
542
common.please_contribute_to_add_content_into Mastricht Treaty.
common.content

Developing 8 (D-8)

574
574
  • D-8 (Developing 8) গঠিত হয়- ১৫ জুন ১৯৯৭।
  • D-8-এর সদস্য দেশ ৮টি যথা: বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, তুরস্ক, মিসর, ইরান, ইন্দোনেশিয়া ( শর্টকাট- বাপ মা নাই তুমিই সব ) 
  • D-8-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ জুন ১৯৯৭ তুরস্কে ।
  • D-8-এর সদর দপ্তর- ইস্তানবুল, তুরস্ক।
  • D-8-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২ বছর পরপর ।
common.content_added_by

APEC(আপেক)- Asian pacific Economic Co-operation

668
668
  • APEC-এর পূর্ণরূপ – Asia-Pacific Economic Co-operation.
  • প্রতিষ্ঠিত হয়- ৬ নভেম্বর ১৯৮৯।
  • APEC- এর সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
  • APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

সান্তিয়াগো, চিলি
বালী, ইন্দোনেশিয়া
বেইজিং, চীন
লিমা, পেরু
এ্যালাইড পিস -কিপিং কাউন্সিল
এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন
কোনটিই নয়

OECD (ওইসিডি)- organization for economic co operation and development

576
576
  • OECD -এর পূর্ণরূপ - Organization for Economic Co operation and Development.
  • এটি কত সালে প্রতিষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর ১৯৬১ ।
  • OECD -এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮।
  • এর সদর দপ্তর অবস্থিত - প্যারিস, ফ্রান্স।

 

common.content_added_by

G-20 ( জি-২০)

594
594
  • G-20 বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।  
  • G-20 প্রতিষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর ১৯৯৯ সালে
  • G-20 প্রকৃতপক্ষে যে নামে বেশি পরিচিত Group of Twenty Finance Ministers and Central Bank Governors.
  • বর্তমান সদস্যঃ (২১টি) 
    • ১৯টি স্বাধীন রাষ্ট্র, 
    • ইউরোপীয় ইউনিয়ন, ও 
    • আফ্রিকান ইউনিয়ন। 
  • প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 
  • সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে (১৮তম)
  • সর্বশেষ সদস্যঃ আফ্রিকান ইউনিয়ন (৯ সেপ্টেম্বর, ২০২৩)
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টোকিও
হাংঝু,চীন
হামবুর্গ, জার্মানি
সাও পাওলো ব্রাজিল
টোকিও
হাংঝু,চীন
হামবুর্গ, জার্মানি
সাও পাওলো ব্রাজিল

ABD - Asian development Bank

500
500
  •  ADB-এর পূর্ণরূপ -Asian Development Bank
  • ADB-এর প্রতিষ্ঠাকাল ২২ আগস্ট ১৯৬৬।
  •  সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
  •  বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
  • এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে ।

 

common.content_added_by

ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)- Islamic Development Bank

948
948
  • IDB-এর পূর্ণরূপ - Islamic Development Bank |
  • IDB যে সংস্থার একটি বিশেষায়িত ইনস্টিটিউট OIC ।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর ১৯৭৫ ।
  • বর্তমানে IDB-এর সদস্য সংখ্যা ৫৭।
  • IDB-এর ৫৭তম সদস্য দেশ গায়ানা (১৮ মে ২০১৬)।
  •  IDB-এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব।
  • আইডিবির সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া।
  •  IDB-এর বর্তমান সভাপতি বন্দর আল হাজার (সৌদি আরব)। 
  • বাংলাদেশে IDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Islamic Development Bard
Islamic Development bank
Islamic Development bond
Islamic Development Bond
None
Islamic Development Bard
Islamic Development Bank
Islamic Development Bond
Islamic Development Bureau
None

জি-৭ (G-7)

617
617

G-7 (Group of 7) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংঘ। এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার | সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হলে জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায়।

 

জেনে নিই 

  •  G-7 প্রতিষ্ঠিত হয়- ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
  •  দেশসমূহ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (একমাত্র এশীয় দেশ), কানাডা ও যুক্তরাষ্ট্র। 
  • ২০১৪ সালে G-8 থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে জি-৮ থেকে বের করে দেওয়া হয়।
  •  ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় : জার্মানিতে, ২০২২ সালে।
  •  G-7 এর লক্ষ্য ও উদ্দেশ্য- সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা।
  •  [G-7+5] হলো জি-৭ এর সদস্য + ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গ্রুপ।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বিভিন্ন সামরিক সংস্থা

709
709
common.please_contribute_to_add_content_into বিভিন্ন সামরিক সংস্থা.
common.content

গোয়েন্দা সংস্থা

655
655
common.please_contribute_to_add_content_into গোয়েন্দা সংস্থা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ফেয়ার ফ্যাক্স

542
542
common.please_contribute_to_add_content_into ফেয়ার ফ্যাক্স.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

সংবাদ সংস্থা
গোয়েন্দা সংস্থা
ফ্যাক্স মেগিন
বিমান সংস্থা

গোয়েন্দা সংস্থা

পরিবেশ সংস্থা

মানবাধিকার সংস্থা

সংবাদ সংস্থা

সংবাদ সংস্থা
পরিবেশ
গোয়েন্দা
মানবাধিকার সংস্থা
সংবাদ সংস্থা
দাতা সংস্থা
মানবাধিকার সংস্থা
গোয়েন্দা সংস্থা
পরিবেশ সংস্থা

সামরিক জোট

622
622
common.please_contribute_to_add_content_into সামরিক জোট.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

অকাস - AUKUS

491
491
  • AUKUS এর পূর্ণরূপ — Australia, United Kingom and United States.
  • AUKUS - গঠিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২১। এটি একটি- মূলত সামরিক জোট।
  • AUKUS - এর মূল লক্ষ্য- দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো।
  • AUKUS - এর সহযোগিতার ক্ষেত্র তিনটি- ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ও উন্নতি নিশ্চিত করা।

 

common.content_added_by

ANZUS

626
626
  • ANZUS-এর পূর্ণরূপ— Australia, New Zealand and United States.
  • প্রতিষ্ঠিত হয়- ১ সেপ্টেম্বর ১৯৫১। 
  • সদর দপ্তর অবস্থিত ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
  • এটি এক ধরনের জোট- সামরিক জোট 
  • সদস্য সংখ্যা ৩টি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)।
  • লক্ষ্য- সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

IMCTC

599
599
  • Islamic Military Counter Terrorism Coalition
  •  বর্তমান সদস্য ৪১টি, সর্বশেষ সদস্য- ওমান 
  •  প্রতিষ্ঠা: ২০১৫ সালে সৌদি আরবের রিয়াদে।

 

common.content_added_by

UNODA

650
650
  • United Nations Office for Disarmament Affairs
  • প্রতিষ্ঠা: ১৯৯৮ সালে,
  • সদর দপ্তর: নিউইয়র্ক
  •  পরিচয়: জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা
common.content_added_and_updated_by

OPCW

748
748
  • OPCW আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা
  • OPCW: Organisation for the Prohibition of Chemical Weapons
  • সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস
  • প্রতিষ্ঠা- ১৯৯৭
  • সদস্য- ১৯৩টি দেশ
common.content_added_by

CSDP

565
565
  • CSDP-Common Security and Defence Policy
  • প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে
  • সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম

 

common.content_added_by

ASF

951
951
  • African Standby Force (ASF) 
  • সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  • প্রতিষ্ঠা: ২০০২
common.content_added_by

Interpol

736
736
  • Interpol: International Criminal Police Organization 
  • সদর দপ্তর: ফ্রান্সের লিঁও শহর।
  •  প্রতিষ্ঠা: ১৯২৩ সালে।
  • বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪
  •  সর্বশেষ সদস্য: ভানুয়াতু (১৯৩) এবং কিরিবাতি (১৯৪)
  • বাংলাদেশ সদস্যপদ পায়: ১৯৭৬ সালে (১২৩ তম)।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

International Criminal Organization.
The International Criminal Police Organization.
The International Criminal Police Organization.
International Police Security Organization.
International Police
International Police Organaization
International Criminal Police Organaization
International Police Agence
International Criminal Police

কোয়াড কি

618
618

চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ (Quadrilateral Security Dialogue) বা সংক্ষেপে কোয়াড হল একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। কোয়াডের সদস্য দেশ মোট চারটি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হল একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো- প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা এবং চীনের নয়া প্রভাবকে প্রতিহত করা ।

 

common.content_added_by

NATO-North Atlantic Treaty Organisation (ন্যাটো)

827
827

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO- North Atlantic Treaty Organization) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩২ টি। যার সর্বশেষ সদস্য সুইডেন(৭ মার্চ, ২০২৪ সালে)। সংস্থাটির বর্তমান মহাপরিচালক জেনস স্টলটেনবার্গ। উল্লেখ্য, ন্যাটোর বিপরীতে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক সংগঠন Warsaw Pat (বর্তমানে বিলুপ্ত)।

ন্যাটোর সদস্য সংখ্যা- ৩২

১২ টি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য

  • কানাডা
  • ইতালি
  • বেলজিয়াম
  • লুক্সেমবার্গ
  • আইসল্যান্ড
  • নেদারল্যান্ডস
  • ডেনমার্ক
  • নরওয়েপর্তুগাল
  • যুক্তরাজ্য 
  • যুক্তরাষ্ট্র
  • ফ্রান্স 

অন্যান্য 

  • গ্রিস
  • লাটভিয়া
  • স্লোভাকিয়া
  • স্পেন
  • তুরস্ক
  • এস্তোনিয়া
  • জার্মানি
  • হাঙ্গেরি
  • লিথুয়ানিয়া
  • মন্টিনিগ্রো
  • রোমানিয়া
  • পোল্যান্ড
  • উত্তর মেসিডোনিয়া
  • স্লোভেনিয়া
  • আলবেনিয়া
  • ক্রোয়েশিয়া
  • বুলগেরিয়া
  • চেক প্রজাতন্ত্র
  • ফিনল্যান্ড
  • সুইডেন

 

জেনে নিই 

  • NATO- North Atlantic Treaty Organization. 
  • প্রতিষ্ঠা  ৪ এপ্রিল,১৯৪৯ সালে। 
  • সদস্য সংখ্যা- ৩২টি (সর্বশেষ সুইডেন ৭ মার্চ, ২০২৪ সালে) ।
  •  বর্তমান সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম। 
  • পূর্বে সদর দপ্তর ছিল - ফ্রান্সের প্যারিসে। 
  • প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা- ১২টি। 
  • ন্যাটো প্রস্তাবকারী রাষ্ট্র-যুক্তরাষ্ট্র।
  • NATO এর বিপরীত জোট বলা হতো- ওয়ারশ প্যাক্টকে [বর্তমানে বিলুপ্ত]
  • NATO'র মুসলিম সদস্য- ২টি (তুরস্ক ও আলবেনিয়া) ।
  • NATO ভুক্ত ইউরোপের বাইরের দেশ- যুক্তরাষ্ট্র ও কানাডা। 
  • সবচেয়ে বেশি খরচ বহন করে- যুক্তরাষ্ট্র (৭৩%)।
  • NATO'র সহযোগী সদস্য- রাশিয়া (১৯৯১ সাল থেকে)।
  • NATO'র বহুজাতিক বাহিনী- ISAF- International Security Assistance Force 
  •  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান কারণ ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের আগ্রহ।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

সারিক জোট
রাজনৈতিক জোট
সামাজিক জোট
সাংস্কৃতিক জোট

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা

743
743
common.please_contribute_to_add_content_into বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা.
common.content

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

523
523
common.please_contribute_to_add_content_into অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

OIC- ওআইসি

792
792

প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ওআইসি আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ এ ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর বাবাতে মুসলিম জোট গড়ে উঠে। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর হিসেবে এবং 'আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে।

 

জেনে নিই 

  •  পরিচয়: মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
  • OIC: Organization of Islamic Co-operation [ইসলামি সহযোগিতা সংস্থা।
  •  প্রতিষ্ঠাকালীন নাম: Organization of the Islamic Conference | ইসলামি সম্মেলন সংস্থা]
  • প্রতিষ্ঠা: মরক্কোর রাবাতে ১৯৬৯ সালে দেশগুলো এক সম্মেলনে বসে।
  • অমুসলিম হয়েও সদস্য: [উগান্ডা, গায়ানা, সুরিনামসহ ৮টি দেশ]
  •  সদস্যপদ স্থগিত আছে: সিরিয়ার (২০১২ থেকে) 
  •  ভাষা: ৩টি (আরবি, ফরাসি ও ইংরেজি)
  •  বাংলাদেশ সদস্যপদ লাভ করে: লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে [২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪]

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Organization of Islamic Cooperation
Organization of Islamic Committee
Organization of Islamic Countries
Organization of Islamic Conference
সাদ আব্দুল্লাহ
সালমান বিন আব্দুল আজিজ
তারেক আবদুল্লান
শরীফ আস-সাবের

TI-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

454
454
  • TI-এর পূর্ণরূপ Transparency International.
  •  সদর দপ্তর- বার্লিন, জার্মানি।
  • TI হলো দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। 
  • প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে ।
common.content_added_by

Green Climate fund

497
497
common.please_contribute_to_add_content_into Green Climate fund.
common.content

আন্তর্জাতিক রেড ক্রস

504
504
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক রেড ক্রস.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ডোনাল্ড ট্রাম
বিল গেঁস
হেনরি ডুনাল্ট
আনোয়ার সাদাত
নেলসন
রোনাল্ড এ্যামুন্ডসন
বিসমার্ক
জাঁ হেনরী দুরান্ট

অক্সফাম-oxfam

509
509
common.please_contribute_to_add_content_into অক্সফাম-oxfam.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

CARE

541
541
common.please_contribute_to_add_content_into CARE.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইংল্যান্ডের
যুক্তরাষ্ট্রের
জার্মানির
জাপানের

UNICEF-United Nations International Children's Emergency Fund

463
463
  • UNICEF- United Nations Children's Fund
  •  সদর দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে (জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়- ১৯৫৩ সালে)।
  •  শান্তিতে নোবেল পুরস্কার পায় ১৯৬৫ সালে।
  • স্লোগান For every child.
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

WFP-World Food Programme

621
621
common.please_contribute_to_add_content_into WFP-World Food Programme.
common.content

Amnesty International

613
613
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় ২৮ মে ১৯৬১। 
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা- ১৯৬১ সালে, যুক্তরাজ্যে।
  •  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন। 
  • সদর দপ্তর অবস্থিত লন্ডন, যুক্তরাজ্য ।
  •  শান্তিতে নোবেল পায় ১৯৭৭ সালে। 
  • প্রথম এশীয়, প্রথম নারী, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলিম মহাসচিব আইরিন খান।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

যুক্তরাষ্ট্র
জার্মানি
ইতালি
ভারত
বাংলাদেশ

International Court of Justice (ICJ)

582
582
common.please_contribute_to_add_content_into International Court of Justice (ICJ).
common.content

ইসিএ (ECA)

475
475
common.please_contribute_to_add_content_into ইসিএ (ECA).
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

আদ্দিস আবাবা
নাইরোবি
ডাকার
কায়রো

MIGA

628
628
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৮
  • উদ্দেশ্য- উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

IAEA

558
558
  • IAEA- International Atomic Energy Agency. 
  •  IAEA এর সদর দপ্তর- ভিয়েনা (অস্ট্রিয়া)।
  • IAEA নোবেল শান্তি পুরস্কার লাভ করে - ২০০৫ সালে।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

International Atomic Energy Agency
International Altasono Agency
International Altrasono Energy Agency
International Altraviolate Energy Agency

মোহাম্মদ আল বারদি

485
485
common.please_contribute_to_add_content_into মোহাম্মদ আল বারদি.
common.content

আন্তর্জাতিক শ্রম সংস্থা

562
562
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক শ্রম সংস্থা.
common.content

ILO(আইএলও)-International Labour Organisation

472
472
  •  ILO - International Labour Organization.
  • সদর দপ্তর- জেনেভায় (সুইজারল্যান্ড)।
  •  প্রতিষ্ঠিত হয়- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। 
  • ILO প্রতিষ্ঠিত হয়- ১৯১৯ সালে। 
  •  ILO শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৬৯ সালে।
  •  ধরণ- জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

IPCC- Intergovernmental Panel on Climate Change(জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা)

657
657
  • IPCC-Intergovernmental Panel on Climate Change.
  •  নোবেল পুরস্কার পায় ২০০৭ সালে।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Inter-governmental Panel on Climate Change
Intra-governmental Panel on Climate Change
International Panel for pacific coastal Change
International Policy for Carbon Change
None of them
Intergovernmentaal Panei on Climate Change
Internal Program for Cable Communication
Institutional Panel on Climate Change
Institutional Panel on Climate Change
Intergovernmental panel on climate change
International poverty control commission
International postal control and conduct
International population control council

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-WHO

503
503
  • WHO World Health Organization. (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
  •  প্রতিষ্ঠা- - ৭ এপ্রিল, ১৯৪৮ সাল। 
  • সদস্য ১৯৪ টি দেশ।
  • সদর দপ্তর - জেনেভা (সুইজারল্যান্ড)। দক্ষিণ-পূর্ব এশীয় কার্যালয় – নয়াদিল্লি, ভারত। 
  • বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়- ৭ এপ্রিল।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ASEAN- Association of Southeast Asian Nations

3.8k
3.8k
  • পূর্ণরূপ ASEAN Association of South East Asian Nations
  • সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়ার । প্রতিষ্ঠিত হয়- ১৯৬৭ সালে। 
  • ASEAN এর বর্তমান সদস্য দেশ- ১০টি।
  •  আসিয়ানের সর্বশেষ সদস্য- কম্বোডিয়া
  • পর্যবেক্ষক রাষ্ট্র আছে ২টি- (পাপুয়া নিউগিনি ও তিমুর লিসত)
  • ARF ASEAN Regional Forum. ASEAN Regional Forum এর সদস্য সংখ্যা- ২৭ টি।
  • দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ ১১ টি তন্মধ্যে পূর্ব তিমুর ব্যতীত বাকী সকল রাষ্ট্রসমূহ আসিয়ান সদস্য।

 

আসিয়ান ১০টি সদস্য

  • মালয়েশিয়া
  • থাইল্যান্ড
  • লাওস
  • মায়ানমার
  • ব্রুনাই
  • ফিলিপাইন
  • কম্বোডিয়া
  • সিঙ্গাপুর
  • ভিয়েতনাম 
  • ইন্দোনেশিয়া 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Agreement of southeastern Asian Nations
. Association for Southeastern Asian Nations
Association of South east Asian Nations
Association for Southern Asian Nations
Association for South-East Asian Nations

JICA-Japan International Cooperation Agency(জাইকা)

594
594
common.please_contribute_to_add_content_into JICA-Japan International Cooperation Agency(জাইকা).
common.content

IFBC

568
568
common.please_contribute_to_add_content_into IFBC.
common.content

Rosatom (রোসাটম )

548
548
common.please_contribute_to_add_content_into Rosatom (রোসাটম ).
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইসলামি সম্মেলন

582
582
common.please_contribute_to_add_content_into ইসলামি সম্মেলন.
common.content

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

457
457
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা.
common.content

UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization (ইউনেস্কো)

618
618
  • UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
  • সদর দপ্তর- ফ্রান্সের প্যারিসে।
  • বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- UNESCO
  • বাংলাদেশ UNESCO এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। 
  •  UNESCO থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়- যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
     

ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্য

স্থান

অবস্থান

ক্ষেত্র

ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫)বাগেরহাট

স্থাপত্য

সোমপুর বিহার (১৯৮৫)পাহাড়পুর, নওগাঁ

স্থাপত্য

সুন্দরবন (১৯৯৭) খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা।

 

উল্লেখ্য যে, বাউল গান, জামদানি শাড়ি, মোঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, নওগাঁর নিকেতন নৃত্য ইত্যাদি স্পর্শকাতর সংস্কৃতির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রেডক্রস

461
461
  • প্রতিষ্ঠাতা মহামতি হেনরী ডুনান্ট (সুইজারল্যান্ড)।
  •  সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)।
  • প্রতিষ্ঠা- ১৮৬৩ সালে।
  • RED CROSS দিবস পালিত হয়- ৮ মে (হেনরী ডুনান্টের জন্মদিন)।
  • রেডক্রস শান্তিতে নোবেল পুরস্কার পায় ৩ বার (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে)।
  • রেডক্রস প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য- দুঃস্থ মানবতার সেবা প্রদান।
  • RED CROSS বিশ্বে পরিচিত- ৩টি নামে; (রেডক্রস, রেডক্রিসেন্ট, রেডক্রিস্টাল)
common.content_added_by

ইসলামি সহযোগিতা সংস্থা - Organization of Islamic Cooperation (OIC)

672
672

প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ওআইসি আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ এ ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর বাবাতে মুসলিম জোট গড়ে উঠে। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর হিসেবে এবং 'আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে।

 

জেনে নিই 

  •  পরিচয়: মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
  • OIC: Organization of Islamic Co-operation [ইসলামি সহযোগিতা সংস্থা।
  •  প্রতিষ্ঠাকালীন নাম: Organization of the Islamic Conference | ইসলামি সম্মেলন সংস্থা]
  • প্রতিষ্ঠা: মরক্কোর রাবাতে ১৯৬৯ সালে দেশগুলো এক সম্মেলনে বসে।
  • অমুসলিম হয়েও সদস্য: [উগান্ডা, গায়ানা, সুরিনামসহ ৮টি দেশ]
  •  সদস্যপদ স্থগিত আছে: সিরিয়ার (২০১২ থেকে) 
  •  ভাষা: ৩টি (আরবি, ফরাসি ও ইংরেজি)
  •  বাংলাদেশ সদস্যপদ লাভ করে: লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে [২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪]

 

common.content_added_by

LAFTA

555
555
  • LAFTA এর পূর্ণরূপ – Latin American Free Trade Association. 
  •  স্বাক্ষরিত ও কার্যকর হয় – ১৯৮০ সালে।
  • সদস্য সংখ্যা – ১৩টি।
common.content_added_by

NAFTA

573
573
common.please_contribute_to_add_content_into NAFTA.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

North American Fast Trade Agneement
North American Free Trade Agreement
North African Fast Trade Agreement
North African Free Trade Agreement
North American Free Trade Agreement.
North Uk
America
None

AFTA

706
706
  • AFTA এর পূর্ণরূপ -ASEAN Free Trade Area | 
  •  স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে, সিঙ্গাপুর ।

 

common.content_added_by

CPI / TIB

571
571
  •  CPI-এর পূর্ণরূপ — Corruption Perception Index.
  • TIB-এর পূর্ণরূপ — Transparency International Bangladesh. 
  • বাংলাদেশে (TIB) কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion