মঈন সাহেব নিজ এলাকার অশিক্ষিত ও নিরক্ষর লোকদের শিক্ষাদানের জন্য নিয়মিত শিক্ষাদান কার্যক্রম করতে থাকলে ঐ এলাকার বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ তাঁকে বিভিন্নভাবে হয়রানি, লাঞ্চিত ও নির্যাতন করতে থাকে এবং তাঁর শিক্ষাদানে বাঁধাগ্রস্ত করে। তাই তিনি ভগ্ন হৃদয়ে তাঁর এক শিষ্যকে নিয়ে পার্শ্ববর্তী আরেকটি এলাকায় গিয়ে অনুরূপ কার্যক্রম শুরু করেন। কিন্তু সেখানের মানুষও তাঁর এই কাজকে সমর্থন না করে বরং তাঁকে নির্মমভাবে প্রহার ও শারীরিকভাবে লাঞ্চিত করে।