জনাব আমীন 'জারা' ও 'মামিয়া' নামে দুটি প্রকল্পে দুই লক্ষ টাকা করে বিনিয়োগের চিন্তা করছেন। 'জারা' প্রকল্পের চার বছরের সম্ভাব্য বিক্রয় যথাক্রমে ১,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। অবচয় ৮,০০০ টাকা, চলতি খরচ ১০,০০০ টাকা এবং কর হার ২০%। 'মামিয়া' প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ তিন বছরেই ফেরত আসবে বলে তিনি আশা করেন।