ওপেন এন্ডেড রেঞ্জ তৈরি (ব্যবহারিক-১)

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
305
305

বি: দ্র: বাজারে যে সব ওপেন এন্ডেড বেজ পাওয়া যায় তার সবগুলিই ফোমিং পদ্ধতিতে তৈরী। বানিজ্যিক ভিত্তিতে কখনই এভাবে রেখ তৈরী হয় না। কেবল মাত্র কয়েকটি কাটিং অপারেশন শেখানোর জন্য এই ক্লাসটি নেওয়া হচ্ছে। 

common.content_added_by

লে-আউট কাজে ব্যবহৃত টুলস (১.১)

387
387

১. স্টিল রুল (Steel Rule)

২. প্রিক পাঞ্চ (Prick Panch)

৩. স্ক্রাইবার (Scriber)

৪. হ্যামার ( Hammer)

৫. ডিভাইডার (Divider)

৬. ক্যালিপার্স (Calipers)

৭. ট্রাইস্কয়ার (Try square) 

৮. হারমাফ্রোডাইট ক্যালিপার্স (Hermaphrodite Callipers)

৯. কম্বিনেশন সেট (Combination Set)

১০. সারফেস প্লেট (Surface Plate )

১১. টুল মেকার্স ভাইস (Tool Makers Vice)

common.content_added_by

কাঁটামাল (১.২)

206
206

150xmmx35mmx5mm এম.এস. প্লেট 

common.content_added_by

লে-আউট (১.৩)

170
170

১. স্টিল রুল দিয়ে মাপন (Measuring with Steel Rule) স্টিন রুল দিয়ে মান গ্রহণের সময় কার্যবস্তুর উপরিতলে স্টিল রুপ এমনভাবে ধরতে হবে যেন, রুদের রেগাগুলো কার্যবস্তুকে স্পর্শ করে। যাগ নেওয়ার সময় ১০ মিমি মার্ক থেকে নিতে হবে, কারণ রুলের শেষ প্রান্ত ভাঙা থাকতে পারে। চিত্রে একটি স্টিল ফলের ব্যবহার দেখানো হলো। 

চিত্রঃ ব্যব: ১.১ স্টিল রুলের সাহায্যে মাপ গ্রহণ 

বান। ১/১

২. ড্রাইবার দিয়ে লাইন টানা (Lines) মেটালের পৃষ্ঠদেশ (চক দ্বারা) কালার করার পর এটা লে-আউট করার উপযোগী হয়। সরল রেখা টানার জন্য টিল ফুল, ক্ষরার অথবা বেতেল প্রোট্রেটরকে যথাস্থানে রেখে শক্ত করে বাম হাতে ধরে রাখতে হবে। ডান হাতে ফাইবার ধরে সাপ টানতে হবে। এতে সরল রেখা উৎপন্ন হবে। ডিভাইডার দিয়ে বৃত্তাকার অংশটি চিত্র মোতাবেক দাগ টানতে হবে। 

common.content_added_and_updated_by

লে আউটের পর মার্কিং (১.৪)

173
173

পাঞ্চিং (Prick Punching) 

কালারিং (Colouring) এবং ফ্লাইং লাইন (Scribe Line) অনেক সদর হাতের সবার মুছে যেতে বা নষ্ট হতে পারে। অধিক স্থায়িত্বের লক্ষ্যে কি পার্কিং করা হয়। গ্রিক পাশের সেন্টারটি অবশ্যই সঠিকভাবে লাইনের উপর রেখে হাতুড়ি দিয়ে হালকাভাবে আঘাত দিতে হবে। গ্রিক পাঞ্চের মার্কটি ২ মি.মি. দূরে দূরে হবে। নিচের চিত্রে গ্রিক পাঞ্চিং-এর মাধ্যমে একটা লাইন মার্কিং করা দেখানো হলো।

চিত্ৰঃ ব্যব ১/২ (খ) পাঞ্চিং এর পর

common.content_added_by

লে-আউট ওয়ার্কপিস আটকানো (১.৫)

170
170
  •  জবটির গুরুত্ব বিবেচনা করে ভাইসের হাতল ঘুরিয়ে ভাইসের চলনশীল 'জ' (Jaw) ফাঁক করতে হবে। 
  •  উক্ত কাকের মধ্যে অৰ সমতলভাবে রেখে ভাইসের হাতলে চাপ নিয়ে জব শক্তভাবে আটকাতে হবে।
  •  ভাইদের হাতলের সাথে অতিরিক্ত পাইপ লাগিয়ে বেশি চাপ দিতে চেষ্টা করা উচিত নয়, এতে ভাইস নষ্ট হতে পারে।

এভাবে সঠিকভাবে লে-আউট প্রস্তত করা হলো।

common.content_added_by

হ্যাক-ল ফ্রেম ও ব্লেড নির্বাচন (১.৬)

159
159
  • হ্যাক-স ব্রেড নির্বাচন করতে হলে লক্ষ্য করতে হবে, যে স্থান কাটা হচ্ছে সে স্থানের উপর কমপক্ষে হ্যাক-স ব্লেডের তিনটি দাঁত বেন অবস্থান করতে পারে, নতুবা ব্রেড ভাঙার আশঙ্কা খুব বেশি থাকে।
  • কী ধাতু কাটা হচ্ছে ব্রেড নির্বাচনের সময় তা বিবেচনা করতে হবে। ব্রেন অনুযায়ী ব্যাকস ব্রেড ও ফ্রেম নির্বাচন করতে হবে। যেমন: 
ধাতুর নাম/মনের নামব্রেডের তে পিচ (মিলিমিটার)এতি ইঞ্চিতে দাঁত সংখ্যা 
মাইন্ড স্টিল, কাল্ট আয়রন ইত্যাদি১.৮ ১৪ 
টুল টিপ, হাই কার্বনটিস, হাইস্পিড স্টিল ইত্যাদি১.৮ ১৮ 
ব্রাশ, কপার, রট আয়রন ইত্যাদি১.০০ ২৪ 
কচুইট এবং পাতলা পাইপ, পাতলা পিট ইতানি০.৪ ৩২ 

 

common.content_added_by

লে-আউটকৃত ওয়ার্কপিস আটকানো (১.৭)

159
159
  • জবের আকৃতি অনুসারে জবকে তাইলে আটকাতে হবে।
  • নিচের চিত্রগুলোতে বিভিন্ন আকৃতির অবকে তাইলে আটকানোর কৌশল দেখানো হলো-

চিত্র: ব্যব ১/৩ জনের আকৃতি অনুসারে ডাইসে আটকানো পদ্ধতি

  • পাইপে টাইট দিতে হবে। 
  • হাতুড়ি দিয়ে পাইপ টাইট দেওয়া উচিত নয়, হাতের টাইটই যথেষ্ট। 

চিত্ৰ: ব্যব ১/৪ হাতুড়ি দ্বারা আঘাত করে কার্যবস্তু আটকানো নিষিদ্ধ 

common.content_added_by

ওয়ার্কপিস কাটিং সম্পন্নকরণ (১.৮)

166
166
  • বাম হাতের বুড়া আঙুল সাপের পার্শ্বে রেখে গ্রিক পাঞ্চ দিয়ে লাইন বরাবর মার্কিং করা অংশ সামান্য পরিমাণ কাটতে হবে
  • ব্লেড চিনা মনে হলে উইং নাটে টাইট দিতে হবে।
  •  ব্লেড ধার নেই এমন মনে হলে পূর্বাচ্চন ব্লেড খুলে নতুন ব্লেড লাগাতে হবে।
  •  ডান হাতে হ্যাকস এর হ্যান্ডেল এবং বাম হাতে ফ্রেমের অগ্রভাগ ধরে শাক মার্কিং ল্যাবের ধাতু কটিতে শুরু করতে হবে।
  • দেহের অবস্থান সোজা হবে তবে হ্যাকস এর ডালে ডালে দেহের সামনের অংশ সামান্য গোলাতে হবে।
  •  হ্যাক-স সামনের দিকে যাওয়ার সময় কাটে কিন্তু পিছনের দিকে আসার সময় কাটে না। তাই সামনের  দিকে যাওয়ার সময় মৃদু চাপ নিতে হবে এবং পিছনের দিকে আসার সময় হ্যাকস এর মাথাকে সামান্য উঁচু করে টেনে নিতে হবে। 
  • ধাতু কাটার সময় হ্যাকস ফ্রেমে খুব জোরে চাপ দেওয়া যাবে না। বেশি চাপ দিলে ব্লেড ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। 
  • পুরাতন ব্লেড নিয়ে খানিক দুর কাটার পর নতুন ব্লেড ব্যবহার না করা ভালো, কারণ এতে ব্লেড ভাঙার আশঙ্কা খুব বেশি এবং ব্লেড ভাঙার সময় অনেক ক্ষেত্রে হাত জখম হয়। সুতরাং কর্তনের মধ্যবর্তী সময়ে ব্লেড বদলানোর চেষ্টা করা উচিত নয়।
  • চিহ্নিত অংশ টুকু যথাক্রমে হ্যাক - চিজেল ও ফাইল ব্যবহার করে কেটে অপসারণ করতে হবে। 
common.content_added_by

কাটার সময় ও কাটার পরে পরীক্ষা (১.৯)

219
219
  • কাটার সময় লক্ষ্য করতে হবে যে, চিহ্নিত রেখা বরাবর কাটা হচ্ছে কিনা।
  • কর্তনের পর দেখতে হবে কাটা গ্রামগুলি খাড়া কিনা?
  •  সন্নিহিত তলের কোণগুলি ৯০° হয়েছে কিনা? ট্রাইস্কয়ার দিয়ে তা পরীক্ষা করতে হবে।

চিত্র : ব্যব ১/৫ স্ট্রাইস্কয়ারের সাহায্যে দুটি তল ৯০° অবস্থানে আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে 

common.content_added_by

ফাইলিং যন্ত্রপাতি নির্বাচন (১.১০)

195
195

ফাইল নির্বাচনের সময় নিচের বিষয়গুলি বিবেচনা করতে হবে-

১) কতখানি ধাতু ক্ষয় করতে হবে?

২) জবের আকৃতি কেমন হবে? 

৩) জবের ফিনিসিং কেমন হবে?

  • এই কাজের জন্য ভাবল কটি ফ্লাট ফাইল ব্যবহার করতে হবে।
  • ফাইলিং-এর জন্য যে সকল যন্ত্রপাতির প্রয়োজন। ফাইল, স্টিল রুল, ফাইবার, টেবিল ভাইস, ওয়ার ব্রাশ।
common.content_added_by

লে-আউটকৃত ওয়ার্কপিস আটকানো (১.১১)

177
177
  • জবটির পুরুত্ব বিবেচনা করে ভাইসের হাতল ঘুরিয়ে ভাইসের চলনশীল 'জ' (Jaw) ফাঁক করতে হবে।
  •  উক্ত ফাঁকের মধ্যে জব সমতলভাবে রেখে ভাইসের হাতলে চাপ নিয়ে জব শক্তভাবে আটকাতে হবে।
  • ভাইসের হাতলের সাথে অতিরিক্ত পাইপ লাগিয়ে বেশি চাপ নিতে চেষ্টা করা উচিত নয়, এতে ভাইস নষ্ট হতে পারে।
common.content_added_by

ফাইলিং সম্পন্ন (১.১২)

212
212
  • ওয়ার্কিং বেঞ্চ হতে ৪৫° কোণ করে দাঁড়াতে হবে।
  • ফাইল ব্যবহারের পূর্বে টেবিলে এর বাটটি ধাক্কা দিয়ে নিতে হবে। 
  • যাতে বাটটি ফাইলে শক্তভাবে আটকে থাকে।
  •  ডান হাতে ফাইল হাতল ধরে এবং বাম হাত ফাইলের মাথায় রাখতে হবে ।
  • ধাতু ফাইলিং সম্পন্ন করা  চিত্র : ১.২ (খ) এর ফার্ম লাইন (-) বরাবর ফাইলিং করে গোল অংশ সৃষ্টি করতে হবে।

চিত্রঃ ব্যব ১/৬ ফাইলিং করার পদ্ধতি 

common.content_added_and_updated_by

কী পরিমাণ ধাতু ক্ষয় করতে হবে তার উপর ফাইলিং করার কৌশল নির্ভর করে (১.১৩)

161
161
  • সাধারণ কাজ করার জন্য ফাইলিং কর ।
  • কাজ শেষে ফিনিসিং দেওয়ার জন্য ফাইলিং কর ।
  •  দীর্ঘ উপরিভাগের উপর হতে কম ধাতু ক্ষয় করার জন্য ফাইলিং কর।
  • জব যেভাবে মার্কিং করা আছে সেই অনুসারে ফাইলিং সম্পন্ন কর ।
common.content_added_by

ফাইলিং এর সময় ও পরে নিরীক্ষা (১.১৪)

212
212

চিত্র : ব্যব ১/৭ ডাবল ‘ভি’ 

  • তোমার তৈরি অব প্রদত্ত চিত্রের মতো কিনা? এবং ফাইলিংকৃত তল মসৃণ কিনা।
  • দুই খান সমান হয়েছে কিনা?
  • উচ্চতা ৬ মিলিমিটার আছে কিনা ?

ধাতু ফাইলিং করে নির্দিষ্ট মাপের 'ভি' তৈরি করতে যে বিষয়গুলো নিরীক্ষণ করতে হবে । জব মার্কিং করার সময় ক্রাইবার দাগ যেন সরল রেখা হয়। সেন্টার পাঞ্চকে হাতুড়ি দিয়ে সাবধানে আঘাত করতে হবে। জনটি তাইসে আটকানোর সময় হাতুড়ি ব্যবহার না করে হাত নিয়ে ভালোমতো টাইট নিতে হবে। কারণ ভাইসের হাতলে হাতড়ি দিয়ে বেশি আঘাত করলে ভাইস নষ্ট হতে পারে। মার্কিং অনুসারে সাবধানে ফাইল করতে হবে।

common.content_added_by

অনুশীলনী-১

189
189

১) লে-আউট টুলস বলতে কী বোঝায়?

২) কম্বিনেশন স্কয়ার দ্বারা কী কাজ করা হয়?

৩) ডিভাইডার ও ক্যালিপার্সের কাজের বিভেদ উল্লেখ কর ।

৪) হ্যাকস এর বিভিন্ন অংশের নাম দেখ ।

৫) হ্যাকস ব্লেডের টিপিআই বলতে কী বোঝায়?

৬) কী কী কারণে হ্যাকস ব্লেড ভেঙে যায়?

৭) ফাইলিং বলতে কী বোঝায়?

৮) কয়েক প্রকার ফাইলের নাম লেখ।

৯) ফাইল নির্বাচন পদ্ধতি লেখ ।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion