অ্যাডভান্স উইজার্ড সম্পর্কে বর্ণনা (৩.৪)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
181
181

অ্যাডভান্স উইজার্ড সম্পর্কে বর্ণনা(Advanced Setup):

একটি নতুন ড্রয়িং ফাইল ওপেন করার জন্য দুইটি অপশনের যে কোন একটি সিলেক্ট করতে হবে। প্রথমে Advanced set up অপশনটি সিলেক্ট করে ok বাটনে ক্লিক করলে Advanced set upডায়ালগঞ্জ আসবে।

এই ডায়ালগ বক্স থেকে Advanced set up উইজার্ডে ছয়িং unit, Angle, Measure, Angle direction এবং ড্রয়িং এরিয়া (area) নতুন ভাবে সেট করা যায়। এখানে ইউনিট সেটিং ও Prececision ঠিক করার ব্যবস্থা আছে। উপযুক্ত বিষয়গুলো খাপে খাপে সেট করার জন্য Next বাটনে ক্লিক করতে হবে এবংসবশেষে Finish বাটনে ক্লিক করলে সেট করা অপশন নিয়ে নতুন ফাইল ওপেন হবে।

 

 

common.content_added_by

ইউনিট সেটিং (৩.৪.১)

211
211

ইউনিট সেটিং (Unit setting)

(ক) ডায়ালগ বক্সে দৈর্ঘ্য মাপার পাঁচটি অপশন আছে। যথা-

খ) মাপের সুক্ষতার জন্য হতে ০.০০০০০০০০ পর্যন্ত অপশনগুলির মধ্যে প্রয়োজনী অপশনটি বেছে নিতে হবে ।

 

common.content_added_by

অ্যাঙ্গেল সেটিং (৩.৪.২)

199
199

(ক) কোন মাপার জন্য Anticlockwise / Clockwise বেছে নিতে হলে চয়েস বক্স ক্লিক করতে হবে । 

(খ) অ্যাঙ্গেল বা কোন মাপার ধরন পাঁচ প্রকার। যথা-

উপর্যুক্ত ৬ টি অপশনের যে কোন একটি চয়েস করে ডায়ালগ বক্সের ok বোটন ক্লিক করলে কাঙ্ক্ষিত মান সহ ইউনিট নির্ধারনের কাজ শেষ হবে।

 

common.content_added_by

এরিয়া সেটিং (৩.৪.৩)

198
198

এরিয়া চিহ্নিত ডায়ালগ বক্সে Width ও Length নামক দুইটি বক্স রয়েছে। ডিফল্ট মানWidth=9 একক এবং Length=12 একক থাকে। ড্রয়িং এর প্রয়োজনীয় দৈর্ঘ্য ও প্রস্থের মান বসিয়ে এরিয়া সেট করে বাটনে ক্লিক করতে হয়।

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion