প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
762
762
common.please_contribute_to_add_content_into প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল.
common.content

জাতিপুঞ্জ গঠন

510
510
  •  ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ [কার্যকর ১০ জানুয়ারি ১৯২০]
  • জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯২০ সালের ১০ জানুয়ারি ।
  •  জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
  • প্রধান উদ্দেশ্য- আন্তর্জাতিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা। 
  •  বিভাগ ছিল ৩টি (অ্যাসেম্বলি, কাউন্সিল ও সচিবালয়)।
  • প্রথম কাউন্সিলের অধিবেশন বসে ১৬ জানুয়ারি ১৯২০ ।
  •  প্রতিষ্ঠাকালীন মোট সদস্য ৪২টি দেশ।
  •  স্থায়ী সদস্য ছিল ৪ টি- ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জাপান ।
common.content_added_by

পিস ডিক্রি

504
504
  • ১৯১৭ সালে লেনিন এক কৃষক সম্মেলনে যুদ্ধ হতে রাশিয়ার নাম প্রত্যাহারের ঘোষণা দেন । 
  • প্রত্যাহারের ঘোষণাটি পিস ডিক্রি নামে পরিচিত ছিল। 
  • এর মূল উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা।
  • উড্রো উইলসন এই প্রস্তাবের আলোকেই ১৪ দফা ঘোষণা করে।
common.content_added_by

বেলফোর ঘোষণা

662
662

বেলফোর ঘোষণা (তারিখ ২ নভেম্বর ১৯১৭) হল ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। জায়নিস্ট ফেডারেশন অব গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড নামক সংগঠনের কাছে পাঠানোর জন্য চিঠিটি তাকে দেয়া হয়। সেটাই ইতিহাসে বেলফোরের ঘোষ নামে পরিচিত।

  • ইহুদিরা ফিলিস্তিনে মাতৃভূমি গঠনের অধিকার লাভ করে বেলফোর ঘোষণার ফলে।
  • বেলফোর ঘোষণা করা হয়- ১৯১৭ সালে।
  • ‘ইহুদিদের চক্রান্তে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি হারায়- ১৯৪৮ সালে।
  • পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র- ইসরাইল।

 

 

  • ইহুদী বিজ্ঞানী চাইম ওয়াইজম্যানের 'এসিটোন বিস্ফোরক আবিষ্কার করে বৃটিশদের পরাজয় হাত থেকে রক্ষা করে ।
  • তার পুরস্কার স্বরূপ চাইম ওয়াইজম্যানকে ১৯১৭ সালে লন্ডনে এক সংবর্ধনা দেয়া হয় সেখানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিজ (promised land) অনুযায়ী ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী উত্থাপন করেন।
  • তাকে খুশি করতেই তৎকালীন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদী নেতা রথচাইল্ডকে প্যালেস্টাইনে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য পত্র লিখেন যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। 
  •  বৃটিশ লাইব্রেরিতে পত্রটি সংরক্ষিত আছে 
  • বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

১৯১৪ সালে
১৬১৬ সালে
১৯১৭ সালে
১৯১৯ সালে
ফিলিস্তিনে শান্তি রক্ষা
আরব সংহতি রক্ষা
ইসরাইলের ইহুদী রাষ্ট্রের ঘোষণা
সবগুলো

১৪ দফা ঘোষণা

569
569
  • প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ বন্ধে করণীয় ও শান্তি প্রতিষ্ঠার জন্য ১৪টি দফা উত্থাপন করেন যা Fourteen Points নামে পরিচিত।
  • ১৪ দফার প্রথম দফা- উন্মুক্ত কূটনীতি ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠা ।
  • ১৪ দফার ১৪তম দফা- জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা আছে।
common.content_added_by

লৌকর্ণ চুক্তি

745
745
common.please_contribute_to_add_content_into লৌকর্ণ চুক্তি.
common.content

মহামন্দা

572
572
  • প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে (১৯২৯-১৯৩৯) সাল পর্যন্ত মার্কিন শেয়ার বাজারে যে অর্থনৈতিক ধ্বস নামে তাই ইতিহাসে মহামন্দা বা Great Depression নামে পরিচিত।
  • ১৯২৯ সালের ২৯ অক্টোবর শেয়ার বাজারে সবচেয়ে ভয়াবহ ধ্বস নামার কারণে দিনটিকে Black Tuesday বলা হয় ।
common.content_added_by

সাম্রাজ্যের পতন

526
526
  • ১৯১৭ সালে জার সাম্রাজ্যের পতন ঘটে।
  • ১৯১৮ সালে জার্মান সাম্রাজ্যের পতন হয়।
  •  ১৯১৮ সালে অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের পতন ঘটে।
  •  ১৯২২ সালে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে ।
common.content_added_by

যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন

551
551
common.please_contribute_to_add_content_into যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন.
common.content

নয়া নীতি-new deal

562
562
  • ১৯২৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেন্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা দেয় তা মোকাবেলা করতে অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন, সেটাই নয়া নীতি বা New Deal 
  • রুজভেল্টের এই নয়া নীতির প্রেক্ষিতে তৎকালীন মার্কিন অর্থ সচিব মিস্টার হোয়াইট একটি পরিকল্পনা দেন যা White Plan নামে পরিচিত।
  •  এই প্রেক্ষিতেই ১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটন উডস অঙ্গরাজ্যে ব্রিটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। এই সম্মেলন থেকে ৩টি অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয় । যথা: World Bank, IMF, GATT
  •  এই প্রতিষ্ঠানসমূহ একত্রে 'ব্রিটন উডস ইনস্টিটিউসনস' বলা হয়।
common.content_added_by

সেভার্স চুক্তি

601
601
  • ১৯২০ সালে ফ্রান্সের সেভার্স শহরে ১৩টি দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে অটোমান সাম্রাজ্যকে শাস্তি প্রদান ও তুরস্কের আত্মসমর্পণের জন্য ।
  •  এই চুক্তিটি সেভার্স চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতেই বলা হয়, সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে থাকবে এবং ইরাক ও ফিলিস্তিন বৃটেনের অধীনে থাকবে।
common.content_added_by

লৌকন চুক্তি

623
623
  • ১৯২৫ সালে সুইজারল্যান্ডের লৌকর্নতে ৭টি চুক্তির সমঝোতা করা হয়। সেখানে লন্ডনে জার্মানি, ফ্রান্স, বৃটেন, বেলজিয়াম, ও ইতালি এই ৫টি দেশ মিলে চূড়ান্তভাবে চুক্তিটি স্বাক্ষর করে বৃটেনের তত্ত্বাবধানে।
  • লৌকর্ন চুক্তির উদ্দেশ্য:

জাতিপুঞ্জে জার্মানিকে নিয়ে আসা।

ফ্রান্সের সাথে জার্মানির বিরোধের মীমাংসা।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion