Academy

ঘটনা-১: আব্বাসীয় খলিফা হারুন-অর-রশীদ তৎকালীন সময়ে জনগণের পানির কষ্ট দূর করার জন্য কৃষিকাজে সেচের সুবিধার জন্য একটি কূপ খনন করেন। ইতিহাসে এটি নহর-ই-জুবাইদা নামে পরিচিত। এটি খনন করতে গিয়ে তিনি কোন রাষ্ট্রীয় অর্থ ব্যয় না করে বরং নিজ অর্থায়নে কূপটি খনন করেছিলেন। এতে খলিফার দানশীল মনোভাব এর পরিচয় পাওয়া যায়। 

ঘটনা-২: আব্দুল কাইউম এ.আর কোম্পানির উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর কোম্পানির উন্নয়নে অনেক পরিশ্রম করতেন। একসময় কোম্পানিতে কিছু কর্মীর প্রয়োজনীয়তা দেখে দিলে তিনি এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কর্মী নিয়োগ দেন। ঘটনাক্রমে কর্মীদের মধ্যে অধিকাংশই তার পরিচিত, বন্ধু ও আত্মীয় ছিল। তাই সাধারণ কর্মীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে তাকে পদচ্যুত করার জন্য বিদ্রোহের ঘোষণা দেয়। 

ঘটনা-১ খলিফা হারুন-অর-রশীদ খোলাফায়ে রাশেদীনের কোন খলিফার আদর্শের অনুকরণে কূপটি খনন করেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

dsuc.created: 1 week ago | dsuc.updated: 1 week ago
dsuc.updated: 1 week ago

ইসলামের ইতিহাস

Please, contribute to add content.
Content
Promotion