Academy

বাংলায় অনুবাদ কর: 

 عن أبي هريرة رضى الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده.  إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد - رواه النسائي 

 

عن أبي هريرة رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : يسلّم الصغير على الكبير. والمار على القاعد والقليل على الكثير - رواه البخاري

dsuc.created: 2 months ago | dsuc.updated: 2 months ago
dsuc.updated: 2 months ago

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের উপর মু’মিনের ছয়টি হক রয়েছে; যখন সে অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, যখন সে মারা যায় তখন তার জানাযায় শরীক হওয়া, যখন সে ডাকে তখন তার ডাকে সাড়া দেওয়া, যখন তার সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেওয়া, যখন সে হাঁচি দেয় তখন তার ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা এবং যখন সে অনুপস্থিত থাকে বা উপস্থিত থাকে তখন তার জন্য কল্যাণ কামনা করা। - [নাসাঈ]

--

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছোটরা বড়দের সালাম করবে, পথচারী বসা ব্যক্তিকে সালাম করবে এবং অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক লোককে সালাম করবে। - [বুখারী]

2 months ago

হাদিস শরফি

Please, contribute to add content.
Content
Promotion