স্পার গিয়ার বিভিন্ন টার্মস (৬.৯)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
314
314

স্পার গিয়ারSpur Gear): 

সমান্তরাল এবং একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহন করতে যে পিয়ার ব্যবহার করা হয় ভাবে স্পরগিয়ার বলে। এ গিয়ারের দাঁতগুলো হুইলের অক্ষের সমান্তরাল থাকে। মটরগাড়ি, লেদ (Lathe) মেশিন, মিলিং (Milling) মেশিন, ক্রেন (Crane), মেটাল কাটিং মেশিন ইত্যাদির পিয়ার বক্সে (Gear Box) এটি ব্যবহৃত হয়। নিচের চিত্রে একটি স্পার গিয়ারের বিভিন্ন অংশের নাম দেওয়া হয়েছে।

স্পার গিয়ারের বিভিন্ন অংশ ও সংজ্ঞাসমূহ- 

নিচের টেবিলে স্পার গিয়ার-এর বিভিন্ন অংশের সংজ্ঞা সমূহ দেওয়া হয়েছে-

 

মডিউল (Module);

মডিউল বলতে বুঝায় পিচ ডায়ামিটার এবং পিয়ারের দাত সংখ্যার অনুপাত, m=d/2। সার্কুলর পিচ P=pd/N=pm। সাধারন ব্যবহারের জন্য যে সকল মডিউল ব্যবহার করে তা হলো- ১, ১.২৫, ১.৫, ২, ২.৫, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১২, ১৬, ২০, ২৫, ৩২, ৪০ এবং ৫০।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion