আর্ক (৩.৬)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
292
292

আর্ক বা কৃত্তচাপ আঁকতে ARC কমান্ড ব্যবহার করা হয়। কৃত্তচাপ আঁকার প্রথম পদ্ধতি হচ্ছে তিনটি বিন্দু নিয়ে বৃত্তচাপ। তিনটি বিন্দুর (প্রথম, দ্বিতীয় ও শেষ) মাধ্যমে অঙ্কিত বৃত্তচাপ এক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ দু'টোই হতে পারে। এটি নির্ভর করে শেষ বিন্দুর অবস্থানের উপর।

১. ড্র প্যানেল থেকে arc আইকনে ক্লিক করো। 

২. শুরুর বিন্দু নির্দিষ্ট করো। 

৩. বৃত্তচাপের দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট কর। [বৃত্তচাপের শুরু ও শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো বিন্দু বেছে নাও] 

৪. শেষ বিন্দু নির্দিষ্ট করো।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion