সুজিত বাবু তার বাড়ির পাশে একখণ্ড এঁটেল দো-আঁশ মাটিতে ধান চাষ করলেন। চাষ করতে গিয়ে তিনি সঠিক নিয়মে জমি প্রস্তুত, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার পরেও কাঙ্খিত মাত্রায় ফলন না পাওয়ায় হতাশ হলেন এবং কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলেন। কৃষি কর্মকর্তা তাকে ধান চাষের মূল উপকরণ সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের প্রয়োজনীয় পরামর্শ দেন।