AVO মিটার (১.২.২)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
640
640

এ্যাভো মিটার দিয়ে বৈদ্যুতিক সার্কিটের ভিসি/এসি কারেন্ট, বৈদ্যুতিক ভোল্টেজ ও ওহম বা রোধ পরিমাপ করা হয়। কারেন্ট ও ডোন্টেজ পরিমাপের সময় লোডের চেয়ে বেশি রেজে রেখে পরিমাণ করতে হয়, এতে মিটার সহজে নষ্ট হয় ।

AVO মিটার ক্যালিব্রেটিং

এভোমিটার ক্যালিব্রেট করার পদ্ধতি-

ক) কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময়

  • সিলেক্টর সুইচকে কারেন্ট বা ভোল্টেজ পজিশনে আনি
  • মিটারর ডায়াল স্কেলের বামে আরম্ভ হওয়া পাঠ শুন্য "০" অবস্থানে আছে কিনা দেখি
  • শুন্য “০” অবস্থানে না থাকলে জিরো এ্যাডজাস্টিং ক্রু ঘুরিয়ে কাটা জন্য অবস্থানে আনি

খ) রোধ পরিমাপের সময়

  • সিলেক্টর সুইচকে ওহম পজিশনে আনি
  • মিটার প্রোব দু'টি শর্ট করি
  • মিটার ডায়াল স্কেলের ডানে ওহম পাঠ শুন্য “০” অবস্থানে আছে কিনা দেখি
  • শুন্য “০” অবস্থানে না থাকলে ওহ এ্যাডজাস্টিং জু ঘুরিয়ে কাটা শুন্য অবস্থানে আমি

(ডিজিটাল মিটার অন করলে রিডিং জন্য দেখার কিনা দেখতে হবে, তাছাড়া অন্য কোন ক্যালিব্রেটিং এর প্রয়োজন হয় না)

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion