অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি শব্দ ও পদের গঠন | - | NCTB BOOK
456
456

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে? ক. পদাণু খ. পদ গ. বাক্যাংশ ঘ. প্রকৃতি

২. পদের লগ্নক কত ধরনের? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ 

৩. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? ক. প্রত্যয় খ. বিভক্তি গ. বলক ঘ. উপসর্গ 

৪. যেসব শব্দাংশ পদের যঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে? ক. বলক খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ 

৫. কোনটি সাধিত শব্দ? ক. গাছ খ. পরিচালক গ. মাছ ঘ. চাঁদ

৬. কোনটি মৌলিক শব্দ? ক. চাঁদ খ. বন্ধুত্ব গ. প্রশাসন ঘ. দায়িত্ব 

৭. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? ক. প্রথমে খ. শেষে গ. মধ্যে ঘ. যে কোনো স্থানে 

৮. কোনটি নির্দেশক? ক. রা খ. পরি গ. টুকু ঘ. ই 

৯. কোনটি লগ্নক নয়? ক. প্রত্যয় খ. নির্দেশক গ. বলক ঘ. বচন 

১০. 'নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে' বাক্যে অলগ্নক পদ কোনটি? ক. নৌকার খ. ছইয়ে গ. নীল ঘ. মাছরাঙাটি

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

common.read_more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion